মোল্লা জাহাঙ্গীর আলম খুলনাঃ খুলনা জেলার রূপসা থানা পুলিশ বিশেষ অভিযান পরিচালনা করে চোরাইকৃত ৮টি মোটরসাইকেলসহ গ্রেফতার করেছে দুইজনকে।
তার মধ্যে তিনটি গাড়ির মালিকানা দাবি করে থানায় যোগাযোগ করেছেন তিনজন । গ্রেফতারকৃত দুইজন হলেন আল মুজাহিদ সৌরভ (২৭) পিতা -মোঃ এবাদত আলী শিকদার গ্রাম -কাকডাঙ্গা থানা-কটলীপাড়া এপি-তালিমপুর তফসিল অফিসের পেছনে হাজী সাহেবের বাড়ির ভাড়াটিয়া(দুই মাস যাবত ভাড়া থাকে)
অপর জন মোঃ রজব আলী সরদার (৩৫) পিতা- মৃত এবাদুল্লাহ সরদার সাং- বাগমারা কামাল চেয়ারম্যানের বাড়ির পাশে থানা-রূপসা, জেলা-খুলনা। চোরাইকৃত মোটরসাইকেল ফিরে পাওয়ায় থানা পুলিশের ওসি মো: শাহিন, ওসি তদন্ত মোঃ সিরাজুল ইসলাম,থানা সেকেন্ড অফিসার আবুল কাইয়ুম, এসআই আসাদুজ্জামান,এ এস আই অলিভ সহ সকলকে শুভেচ্ছা ও অভিনন্দন এবং কৃতজ্ঞতা জানিয়েছেন।