দাকোপে কুমিরের শিকারে মৃত্যু -১

 দাকোপ খুলনা প্রতি নিধি ঃ দাকোপে সুতারখালী ইউনিয়ন কালাবগী ঝুলন্ত পাড়ায় শিবসা নদীর চরে ক্ষেপলা জাল টেনে খাবার মাছ ধরার সময় খায়রুল নামে এক জনকে কুমিরে ধরে মৃত্যু হয়েছে ।শেষ খবর পাওযা পর্যন্ত কোন সন্ধান মেলেনি বলে জানাগেছে।ঘটনাটি ঘটেছে ২৭ জুন সন্ধ্যার পর। স্থানীয় সূএে জানাযায় অফিসের সন্নিকটে নদীর চরে কালাবগী ষ্টেশনের রাঁধুনী বুলবুল ও একই এলাকার আরশাদ মোড়লের

 

পুএ খায়রুল ইসলাম ক্ষেপলা জাল টেনে খাবার মাছ ধরছিল। এসময় এ ঘটনা ঘটে।নদীর মধ্য থেকে কুমির এসে তাকে ধরে নিয়ে যায়। বুলবুলের ডাকচিৎকারে লোকজন ছুঁটে আসে।কিন্তু শেষ রক্ষা হয়নি।ততক্ষনে খায়রুল নদীর তলদেশে পানির ভিতরে।এ রিপোর্ট লেখা পর্যন্ত কোন খোঁজ মেলেনি তার ।সে অফিসের পশ্চিম পারে ঝুলন্ত পাড়ার, দ্বীপে বসবাস করতো। স্ত্রী প্রথম সন্তান সম্ভাবনা বলে জানাাগেছে।এ মৃত্যুকে ঘিরে এলাকায় চরম শোকের ছাঁয়া নেমে এসেছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

scroll to top