ঝালকাঠি প্রতিনিধিঃ ঝালকাঠি কলেজ রোডে রিক্সা, সাইকেল ও মটরসাইকেলের ত্রি-মুখী সংঘর্ষে ৪জন আহত ও ১ জন নিহত হওয়ার সংবাদ পাওয়া গেছে। ২৬জুন দিবাগত রাত আনুমানিক ৯টার সময় জেলা শহরের পুরাতন গোরাস্থান সংলগ্ন কলেজ রোডে এ ঘটনা ঘটে।
স্থানীয় সূত্রে জানাযায়, ২৬ জুন রাত আনুমানিক ৯টার সময় শহরের পুরাতন গোরাস্থান সংলগ্ন কলেজ রোডে দুইজন আরোহী সহ মোট তিন জন সহ একটি মটর সাইকেল এবং বিপরিতদিক থেকে আসা একটি রিক্সার সাথে মুখমুখী সংঘর্ষ হলে মটর সাইকেলটি ছিটকে একটি
বাইসাকেলের উপর গিয়ে পড়ে। এতে মটর সাইকেলে থাকা চালক খালেদ কাজী রবিন (২০) ও রবিনের সাথে থাকা সিয়াম ও সাদী গুরুতর আহত হয়। অপরদিকে রিক্সা চালক মোঃ বেল্লাল মোল্লা ও বাইসাইকেল চালক মোশারফ হোসেন গুরুতর আহত হয়। স্থানীয়রা তাদেরকে উদ্ধার করে ঝালকাঠি সদর হাসপাতালে পাঠিয়ে দেয়৷ ঝালকাঠি সদর হাসপাতালের কর্তব্যরত চিকৎসক রবিন, সিয়াম, সাদী ও মোশারফ হোসেনের অবস্থা গুরুতর হওয়ায় তাদেরকে বরিশাল সেবাচিম হাসপাতালে রেফার করেন। বরিশাল যাবার পথেই রবিন মারা যায়। রবিন ঝালকাঠি সদর উপজেলাধীন চামটা গ্রামের উমর কাজীর
ছেলে। বাকি আহতরা হলেন, মটরসাইকেল আরোহী সিয়াম, ঝালকাঠি সদরের রূপনগর এলাকার সালমানের ছেলে সিয়াম, সদরের রুপনগর এলাকার লাবুর ছেলে সাদী অপরদিকে সদর উপজেলার গাবখান ইউনিয়নের ওস্তাখান গ্রামের নেহাল মোল্লার ছেলে রিক্সা চালক মো: বেল্লাল এবং শহরের ১নং ওয়ার্ডের বাসিন্দা বাইসাইকেল চালক স্থানীয় ব্যবসায়ী মোশারফ হোসেন। বর্তমানে আহতদের মধ্যে রিক্সাচালক বেল্লাল ঝালকাঠি সদর হাসপাতালে এবং বাকি আহতারা বরিশাল শেবাচিম হাসপাতালে চিকিৎসাধীন আছেন বলে জানাযায়।