রূপসায়”ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক শুভ্র বিশ্বাসকে গায়ে হাত ও জীবন নাসের হুমকি

মোল্লা জাহাঙ্গীর আলম  খুলনা   :::  খুলনা জেলার রূপসা উপজেলার ৫নং ঘাটভোগ ইউনিয়ন ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক(১) শুভ্র বিশ্বাস (শুভ)এর গায়ে হাত তোলা ও জীবন নাসের হুমকি দেওয়ায় এলাকাবাসী তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন। এঘটনাটি ঘটেছে আজ সোমবার ২৬শে জুন ২০২৩ এর আনুমানিক সকাল ৯টা থেকে ১০টার দিকে। রূপসার শিয়ালী গ্রামের ছাত্রলীগ নেতা শুভ বিশ্বাস এর পিতা

 

সুজিত বিশ্বাস এর উপর একই গ্রামের শিয়ালী বাজারে চায়ের দোকানদার গিরি তরফদার হঠাৎ গাঁজাখোর বলে ও বিভিন্ন ধরনের গালাগালি করে ও একপর্যায়ে মারতে যায় এবং হুমকি দেয়, তারই প্রতিবাদ করায় ছেলে ছাত্রলীগ নেতার প্রতি ও জীবন নাসের হুমকি এবং গায়ে হাত তোলার ঘটনা ঘটে। চায়ের দোকানদার গিরি তরফদারের বিরুদ্ধে এর আগেও অনেক অপকর্মের অভিযোগ রয়েছে। তার দোকানে আইফেলে

 

জুয়া খেলা, কেরামবোট খেলা, বাজারে যে কোন তুচ্ছ ঘটনাকে উসকানি দেওয়া, যাকে তাকে দোকান থেকে বের করে দেওয়া, কাউকে সন্মান না দিয়ে কথা বলা ও কথায় কথা কথায় কোন এক নেতার নাম ব্যবহার করে হুমকি দেওয়ার মতো অভিযোগ আছে। আরো জানা গেছে , গিরি তরফদার তারই নিজ বড় ভাইকে বাড়ি থেকে বের করে দিয়ে জায়গা জমি ও বাড়ি ঘর নিজ দখলে নিয়ে নেন এবং তিনি চায়ের দোকানদারীর

 

পাশাপাশি যুবলীগের ৫নং ওয়ার্ড কমিটির আহবায়কের পদ টাকার বিনিময়ে হাতিয়ে নিয়েছেন বলে অভিযোগ পাওয়া যায়। তবে ঘটনাটি জানতে পেরে রূপসা থানার শিয়ালী ক্যাম্পের প্রশাসন তাৎক্ষণিকভাবে সমাধান দেওয়ার লক্ষে দুই জনকে আটক করেন। পরবর্তীতে এলাকাবাসি ও তাদের লোকজন গিয়ে দুইজনকেই ছাড়িয়ে নিয়ে আসে বলে জানা গেছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

scroll to top