ঢাংমারী পল্লীতে ৭ মাসের অন্তসত্তা গৃহবধুকে পিটিয়ে মারাত্তক আহত করেছে সন্ত্রাসীচক্র

শচীন্দ্র নাথ মন্ডল দাকোপ  খুলনা :::  খুলনার দাকোপে ঢাংমারী নদীতে জাল ধরাকে কেন্দ্র করে ৭ মাসের অন্তসত্তা গৃহবধু স্মৃতি মন্ডল (৪০)স্বামী গৌরপদ মন্ডলসহ ৫ জন কে মারাত্তক আহত করেছে এলাকার চিহ্নিত রতন মন্ডল ওরফে রতন ডাকাত ও তার সহযোগিরা। ২৪ জুন শনিবার বেলা ১১ টার দিকে দাকোপের পুর্বঢাংমারী গ্রামে এ ঘটনা ঘটে। অন্তসত্তা গৃহবধু স্মৃতি কে দাকোপ সদর চালনা হাসপাতালে ভর্তি

 

করা হয়েছে।নদীতে জাল ধরাকে কেন্দ্র করে বিরোধের জেরে রতন তার দলবল নিয়ে দা লাঠি নিয়ে স্মৃতি ও তার শ্বশুর,শ্বাশুড়ীর উপর ঝাপিয়ে পড়ে বেধড়ক মারপিট শুরু করলে অন্তসত্তা স্মৃতি, তার শ্বশুর, শ্বাশুড়ি সুভাস মন্ডল,কনিকা মন্ডলসহ ৫ জন মারাত্তক আহত হয়। সংগে সংগে স্মৃতি সহ আহতদের দাকোপ স্বাস্থ্য কমপ্লেক্স এ ভর্তি করা হয়। লেখা পর্যন্ত মামলার প্রস্তুতি ও স্মৃতির পেটের বাচ্চা নষ্ট হয়েছে কিনা

 

সেটার নানা পরীক্ষা নিরিক্ষা চলছিল। উল্লেখ্য হামলাকারি রতন বাহিনী নামে এলাকায় সন্ত্রাসী কার্যকলাপের নানা অভিযোগ রয়েছে বলে ভুক্তভুগি পরিবারসহ এলাকাবাসি জানান।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

scroll to top