রাস্তার হাট হাই স্কুলের ঈদ পুর্ণমিলন অনুষ্ঠানের প্রস্তুতি সম্পন্ন

মনজুর হোসেন,লক্ষ্মীপুরঃ লক্ষ্মীপুরের রামগতি উপজেলার ঐতিহ্যবাহী রাস্তার হাট হাজী এ,গফুর উচ্চ বিদ্যালয়ে ৫০ বছর পূর্তিতে প্রাক্তন ছাত্র-ছাত্রীদের পক্ষ থেকে সুবর্ণজয়ন্তী ২০২৪ উদযাপন উপলক্ষে আগামী ৩০শে জুন বিকেল ৩টায় প্রাক্তন ছাত্র-ছাত্রীদের ঈদ পূর্ণমিলন ও মিলন মেলা অনুষ্ঠিত হবে।বিষয়টি নিশ্চিত করেন অত্র বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো:আবদুর জাহের,সহ:প্রধান শিক্ষক আবুল কালাম আজাদ এবং ইংরেজি বিভাগের সিনিয়র শিক্ষক আবদুল কাদের। উল্লেখ যে,গত বছর ২০২২ সালে ৫০ বছর সুবর্ণজয়ন্তী উদযাপন করার কথা ছিল কিন্তু করোনা ভাইরাসের কারণে উক্ত অনুষ্ঠান

আয়োজন করার সুযোগ হয় নাই।বর্তমানে ঈদ পূর্ণমিলন অনুষ্ঠানের মধ্যে দিয়ে প্রাক্তন ছাত্র-ছাত্রীদের পক্ষ থেকে সুবর্ণজয়ম্তী ২০২৪ উদযাপনের প্রস্তুতি সম্পন্ন। গতকাল সুবর্ণজয়ন্তী ২০২৪ উদযাপন উপলক্ষে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।উক্ত সভায় উপস্থিত প্রাক্তন ছাত্ররা অভিযান টেলিভিশন’কে বলেন; এখানে আমাদের প্রধান লক্ষ্য হলো সুবর্ণজয়ন্তী ২০২৪ উদযাপনের প্রস্তুতিমূলক ঈদ পূর্ণমিলন অনুষ্ঠানের মাধ্যমে আহ্বায়ক কমিটি গঠন করা। উক্ত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন অত্র বিদ্যালয়ের বাংলা বিভাগের সিনিয়র শিক্ষক মো: কামাল উদ্দিন ও বিজ্ঞান বিভাগের সিনিয়র শিক্ষক মো:বাবর উদ্দিন।
আর প্রাক্তন ছাত্র-ছাত্রীদের পক্ষে থেকে সভা সঞ্চালনা করেন সুবর্ণজয়ন্তী উদ্যোগক্তা মো:তুহিন হোসাইন,প্রাক্তন ব্যাচ ২০১২,প্রধান শিক্ষক, ডিজিটাল মডেল একাডেমি।
এসময় উপস্থিত ছিলেন মেহেদী হাসান শিপন,ব্যাচ ২০০৬;এডভোকেট,নোয়াখালী জজ কোর্ট;মো হাবিবুর

রহমান রাজু,ব্যাচ ২০০৭,আলা উদ্দিন,ব্যাচ ১৯৯৮; সহকারী শিক্ষক; আলেকজান্ডার মডেল পাইলট বালিকা উচ্চ বিদ্যালয় এবং রামগতি উপজেলা মাধ্যমিক শিক্ষক সমিতির নবনির্বাচিত সাধারণ সম্পাদক। আরও উপস্থিত ছিলেন মো: মোমিন উল্যাহ,ব্যাচ ১৯৯৯ সহকারী শিক্ষক,উত্তর চর নেয়ামত সরকারি প্রাথমিক বিদ্যালয় এবং রামগতি উপজেলা প্রাথমিক সহকারী শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক;নুর আলম মানিক, ব্যাচ ২০০৭ সহকারী প্রধান শিক্ষক,ডাঃ মাহাবুবুর রহমান উচ্চ বিদ্যালয়,মো:সোহেল, ব্যাচ ২০১২ এএমডি,মা মেডিকেল হল, হাজীগঞ্জ বাজার,রামগতি,লক্ষ্মীপুর। আগামী ৩০শে জুন ঈদুল আজহার ২য় দিন বিকেল ৩ টায় ঈদ পূর্ণমিলন অনুষ্ঠানকে সামনে রেখে চলছে প্রচার প্রচারণা

ও সদস্য সংগ্রহের কাজ।রামগতির বিভিন্ন বাজার কেন্দ্রিক জায়গায় নোয়াখালী মাইজদী,ঢাকাসহ বিভিন্ন স্থানে প্রচার প্রচারণার কাজ চলতেছে।দেশ-বিদেশেও বিভিন্ন রকম প্রচার প্রচারণা চলমান রয়েছে।প্রাক্তন ছাত্র-ছাত্রীদের পক্ষ
থেকে বিভিন্ন রকম প্রচারণা মুলক সমাবেশ আয়োজন করে সুবর্ণজয়ন্তী ২০২৪ উদযাপন উপলক্ষে গত শুক্রবার ঢাকায় একটি সমাবেশ অনুষ্ঠিত হয় উক্ত সমাবেশে প্রাক্তন ছাত্রদের উপস্থিতিতে ঈদ পূর্ণমিলন অনুষ্ঠান ও সুবর্ণজয়ন্তী ২০২৪ উদযাপন উপলক্ষে বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা হয়।রাস্তার হাট হাজী এ,গফুর উচ্চ বিদ্যালয়ের প্রাক্তক ছাত্র-ছাত্রীদের প্রানের স্পন্দন এই আঙিনা।তাই তাদের এই হৃদয়ের আঙিনায় তারা এক সাথে মিলিত হয়ে ঈদ পূর্ণমিলন অনুষ্ঠানের মাধ্যমে সুবর্ণজয়ন্তী ২০২৪ উদযাপনের আনুষ্ঠানিকতা শুরু করতে চাই।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

scroll to top