নন্দীগ্রাম (বগুড়াঃ বগুড়ার নন্দীগ্রামে বজ্রপাতে গৃহবধু আহত হওয়ার ঘটনা ঘটেছে। প্রাপ্ত তথ্যে জানা যায়, উপজেলার ৫নং ভাটগ্রাম ইউনিয়নের পুনাইল গ্রামে এ ঘটনাটি ঘটে। উক্ত গ্রামের মোঃ সোহাগ মিয়ার স্ত্রী জোনাকি খাতুন (২৫) শনিবার বিকেল ৪টার দিকে ঝড় বৃষ্টি শুরু হলে বাড়ির উঠান থেকে গরু নিয়ে যাবার
সময় বজ্রপাতে ঘটনাস্থলেই আহত হয়। এরপর তাকে দ্রুত নন্দীগ্রাম উপজেলা স্বাস্থ্য কেন্দ্র (বিজরুল)-এ ভর্তি করানো হয়। এবিষয়ে বীজরুল স্বাস্থ্য কেন্দ্রের কমর্কর্তা ডাঃ মুহাম্মদ তোফাজল হোসেন জানান, আহত জোনাকিকে হাসপাতালে ভর্তি করানো হয়েছে। তাকে চিকিৎসাসেবা প্রদান অব্যাহত রয়েছে।