সেলিম মাহবুব, ছাতক:::: ছাতকে পুলিশের হাত থেকে হাতড়াসহ আব্দুল কুদ্দুছ ওরফে শামীম (৩৭) নামের এক কুখ্যাত ডাকাত পালিয়ে গেছে। ঘটনাটি ঘটেছে বুধবার সন্ধ্যায় উপজেলার ভাতগাঁও ইউনিয়নের হায়দরপুর গ্রামের বাজারে। ডাকাত আব্দুল কদ্দুছ ভাতগাঁও ইউনিয়নের হায়দরপুর গ্রামের অহিদ উল্লা ওরফে তাহিদ উল্লার পুত্র। তাঁর বিরুদ্ধে থানা ও আদালতে ডাকাতি, হত্যা, অস্ত্র মামলাসহ একাধিক
মামলা রয়েছে বলে পুলিশ সুত্রে জানা গেছে। প্রত্যক্ষদর্শীরা জানান, একাধিক মামলায় পলাতক আসামী আব্দুল কুদ্দুছ ওরফে শামীমকে গ্রেফতার করতে বুধবার সন্ধ্যায় হায়দুরপুর গ্রামের বাজারে অভিযান চালায় জাহিদপুর পুলিশ ফাঁড়ির এএসআই সোহেল আহমদের নেতৃত্বে পুলিশের একটি দল। এসময় আসামী আব্দুল কুদ্দুছ ওরফে শামীম স্থানীয় বাজারে ক্যারামবোর্ড খেলছিল। পুলিশের উপস্থিতি টের পেয়ে
পালিয়ে যাওয়ার সময় ধাওয়া করে তাঁকে আটক করে তার হাতে হাতকড়া পড়িয়ে দেয় পুলিশ। একহাতে হাতকড়া লাগানো অবস্থায় পুলিশের সাথে ধস্তা-দস্তি শুরু করে আসামী আব্দুল কদ্দুছ । এক পর্যায়ে হাতকড়াসহ পুলিশের হাত থেকে পালিয়ে যায় সে। ঘটনার খবর পেয়ে এএসপি সার্কেল রনজয় চন্দ্র মল্লিকের নেতৃত্বে থানা পুলিশের একটি দল পলাতক আাসামীর খোঁজে বিভিন্ন এলাকায় সাড়াশি অভিযান চালিয়েও তাঁকে
আটক করা সম্ভব হয়নি। তবে তাকে গ্রেফতার করতে না পারলেও গভীর রাতে হ্যান্ডকাপটি উদ্ধার করতে সক্ষম হয় পুলিশ। সহকারী পুলিশ সুপার ছাতক সার্কেল রনজয় চন্দ্র মল্লিক ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, হ্যান্ডকাপ উদ্ধার করা হয়েছে। তাঁকে দ্রুত সময়ের মধ্যে তাকে গ্রেফতার করা হবে।