শেখ হাসিনা দেশের নারী সমাজের উন্নয়ন ও ক্ষমতায়নে দৃষ্টান্ত স্থাপন করেছেন-আব্দুস সালাম মূর্শেদী 

 তেরখাদা প্রতিনিধিঃ খুলনা-০৪ আসনের মাননীয় সংসদ সদস্য ও বাংলাদেশের কৃতি ফুটবলার আব্দুস সালাম মূর্শেদী বলেছেন, বর্তমান সরকার নারীর ক্ষমতায়নের মাধ্যমে ভবিষ্যৎ প্রজন্মকে শিক্ষিত ও মানবিক প্রজন্ম হিসেবে গড়ে তোলার উদ্দেশ্যেই নারী উন্নয়নের উপর বিশেষ গুরুত্ব আরোপ করেছেন। তিনি বলেন বর্তমান সরকারের প্রধানমন্ত্রী জাতির পিতা বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা দেশের নারী শিক্ষা

 

নিশ্চিত করা, নারীকে অর্থনৈতিকভাবে স্বাবলম্বী করা সহ দেশের নারী সমাজের উন্নয়ন ও ক্ষমতায়নে নজীবিহন দৃষ্টান্ত স্থাপন করেছেন। তিনি বলেন শেখ হাসিনা নারীর দারিদ্র বিমোচন, বিনামূল্যে উচ্চ শিক্ষার সুযোগ সৃষ্টি, নারী নির্যাতন বন্ধ, নারী পাচার প্রতিরোধ, বাল্যবিবাহ রোধ,কর্মক্ষেত্রসহ সকল ক্ষেত্রে নারীর নিরাপত্তা বিধান, আর্থ-সামাজিক কর্মকান্ডে নারীর পূর্ণ ও সম অংশগ্রহণ নিশ্চিত করার লক্ষ্য নিয়ে

 

বিভিন্ন কার্যক্রম বাস্তবায়ন করছেন। তিনি বলেন নারীর ক্ষমতায়ন ও উন্নয়ন ছাড়া দেশের সামগ্রিক উন্নয়ন সম্ভব নয়। তিনি বলেন, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান নারী উন্নয়নে নানা পদক্ষেপ নিয়েছিলেন। বঙ্গবন্ধুর অবর্তমানে তারই সুযোগ্য কন্যা শেখ হাসিনা জাতির পিতার দর্শন অনুসারে দেশের নারীর অর্থনৈতিক, সামাজিক,পারিবারিক ও রাজনৈতিক ক্ষমতার নতুন ধারা সুচিত করেছেন। তিনি বলেন

 

নারীর অগ্রযাত্রা ও ক্ষমতায়নে বাংলাদেশ এখন বিশ্বের বুকে রোল মডেল। সংসদ সদস্য আব্দুস সালাম মোর্শেদী বলেন, শেখ হাসিনার দর্শন নারীর উন্নয়ন। তিনি বলেন তিনি বলেন জাতির পিতা বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা দেশের অবহেলিত অসহায় ও প্রতিবন্ধী নারীদের সামাজিক নিরাপত্তা বলয় তৈরী করেছে। নারীর প্রতি সহিংসতা রোধে কর্মযজ্ঞ, নারীদের দক্ষতা বাড়াতে কার্যক্রম পরিচালনা, তৃণমূল নারীদের সামাজিক

 

ও বাণিজ্যিকভাবে পণ্য উৎপাদন এবং বিপণনের জন্য জয়িতা ফাউন্ডেশন সম্প্রসারিত করে বিভাগ, জেলা উপজেলা পর্যায়ে ছড়িয়ে দিয়েছেন। দুস্থ, অসহায় ও পিছিয়ে পড়া নারী গোষ্ঠীর জন্য বিভিন্ন ভাতা বিশেষ করে ভিজিডি ভিজিএফ,দুস্থ ভাতা বয়স্ক ভাতা মাতৃত্বকালীন ভাতা গর্ভবতী মায়েদের ভাতা সহ নানাবিধ ভাতা চালু করে নারীদের ভাগ্য উন্নয়ন করে চলেছেন। তিনি গত ১১ জুন সকাল সাড়ে ১১ টার দিকে

 

তেরখাদা ইউনিয়নের মেম্বার জাহাঙ্গীর এর উঠান চত্ত্বরে উপজেলা তথ্য আপা প্রকল্পের উদ্যোগে বিশেষ উঠান বৈঠকে প্রধান অতিথির বক্তৃতাকালে একথা বলেন। তথ্য আপা মোসাঃ তাছলিমা খাতুন এর সভাপতিত্বে অনুষ্ঠিত উঠান বৈঠকে বিশেষ অতিথির বক্তৃতা করেন উপজেলা পরিষদের চেয়ারম্যান শেখ শহীদুল ইসলাম, উপজেলা পরিষদের ভাইসচেয়ারম্যান নাজমা খান, থানার ওসি  জহুরুল আলম,

 

অধ্যক্ষ ফ ম আব্দুস সালাম, উপজেলা আওয়ামীলীগ সভাপতি এফএম অহিদুজ্জামান, জেলা আওয়ামী লীগের সদস্য যথাক্রমে জাহাঙ্গীর হোসেন মুকুল ও শিউলী সরোয়ার, জেলা স্বেচ্ছাসেবক লীগ নেতা  মোতালেব হোসেন। বৈঠকে অন্যানের মধ্যে বক্তৃতা করেন ও উপস্থিত ছিলেন আওয়ামী লীগ নেতা বীর মুক্তিযোদ্ধা চৌধুরী আবুল খায়ের,সাবেক চেয়ারম্যান  বাদশা মল্লিক,  জনাব আলী শেখ,মহিলা আওয়ামী

 

লীগের সাধারণ সম্পাদক তাহিরা নয়ন,যুব লীগ নেতা শেখ শামীম হাসান, স্বেচ্ছাসেবক লীগের আহবায়ক আনিচুল হক, শ্রমিক লীগের আহবায়ক  জিল্লুর রহমান নানু, ছাত্রলীগের সভাপতি শেখ হোসাইন আহমেদ। বৈঠকে আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

scroll to top