শফিয়ার রহমান পাইকগাছা (খুলনা) ::: পাইকগাছায় জেন্ডার বান্ধব ও জলবায়ু সংবেদনশীল বাজেট বিষয়ক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার সকালে উপজেলা পরিষদ মিলনায়তনে বেসরকারি উন্নয়ন সংস্থা ডর্প ইভ্লভ প্রকল্পের আওতায় এ আলোচনা সভা অনুষ্ঠিত হয়। উপজেলা নির্বাহী অফিসার মমতাজ বেগম এর সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি ছিলেন উপজেলা চেয়ারম্যান
আনোয়ার ইকবাল মন্টু। বিশেষ অতিথি ছিলেন, উপজেলা ভাইস চেয়ারম্যান শিয়াবুদ্দীন ফিরোজ বুলু, মহিলা ভাইস চেয়ারম্যান লিপিকা ঢালী, ইউপি চেয়ারম্যান জিএম আব্দুস সালাম কেরু, উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা রেশমা আক্তার। স্বাগত বক্তব্য রাখেন, ডর্প ইভ্লভ প্রকল্পের প্রকল্প সমন্বয়কারী প্রতিভা বিকাশ সরকার। বক্তব্য রাখেন, উপজেলা বন কর্মকর্তা প্রেমানন্দ রায়, সহকারী যুব উন্নয়ন কর্মকর্তা জিএম বাবলুর
রহমান, প্যানেল চেয়ারম্যান খোরশেদুজ্জামান, সাইফুল ইসলাম, ইউপি সচিব সঞ্জিব কুমার ঘোষ, প্রেসক্লাবের সহ-সভাপতি মোঃ আব্দুল আজিজ, উত্তরণের মাহফুজা সুলতানা, নাজমা আক্তার, শংকরী রানী দাশ, পূরবী মিস্ত্রী, আসরোফ আলী, নুরুন্নাহার, কাজী আবুল বাশার ও ফাতেমা আক্তার প্রমুখ।