মোল্লা জাহাঙ্গীর আলম খুলনা // খুলনা জেলার রূপসা থানার আইচগাতি ক্যাম্প পুলিশের বিষয়ে অভিযানে রহিম শেখ ওরফে রাহিম শেখ (২২ ) নামে এক মাদক বিক্রেতা কে ১০০গ্রাম গাঁজাসহ গ্রেপ্তার করেছে। গ্রেফতারকৃত রহিম রূপসা উপজেলার আইচগাতি ইউনিয়নের দূজ্জনীমহল গ্রামের ইউনুচ শেখ এর ছেলে। মামলা সূত্রে জানাযায়, আইচগাতি ক্যাম্প পুলিশের ইনচার্জ এসআই নকিব ইকবাল গত
বৃহস্পতিবার ৮ই জুন রাত ৮টার দিকে মাদকদ্রব্য উদ্ধার অভিযানে বের হয়ে শেলপুর এলাকায় পৌছালে গোপন সংবাদের মাধ্যমে জানতে পারে আইচগাতি ইউনিয়নের দুজ্জনীমহল এলাকার স্টার ইটভাটার সামনে পাকা রাস্তার উপর মাদকদ্রব্য ক্রয় বিক্রয় হচ্ছে। এমন সংবাদের ভিত্তিতে উক্ত এলাকায় পৌঁছালে পুলিশের উপস্থিতি টের পেলে এক ব্যক্তি দৌড়ে পালানোর চেষ্টা করে।এসময় রহিম নামে এক যুবক কে
আটক করে। আটককৃত যুবকের দেহ তল্লাশি করে ১০০ গ্রাম গাঁজা জব্দ করে তাকে গ্রেফতার করা হয়। এছাড়া পুলিশ আরো জানায়, উক্ত যুবক বিভিন্ন স্থান হইতে মাদকদ্রব্য সংগ্রহ করিয়া সে বিক্রয়ের উদ্দেশ্যে নিজ হেফাজতে রাখিয়া বিক্রয় করে বলে প্রাথমিক ভাবে সে স্বীকার করে। এস আই নকীব ইকবাল বাদী হয়ে তার বিরুদ্ধে মাদক আইনে মামলা দায়ের করেন। যার নং ৯, তাং- ৮/৬/২৩ অপরদিকে আইজগাতী
ক্যাম্প পুলিশের এসআই নকীব ইকবাল অভিযান চালিয়ে শাওন সওদাগর(২২) নামে যুবককে ৭০ গ্রাম গাঁজাসহ গ্রেফতার করেছে। সে দেয়াড়া এলাকার আরিফ সওদাগর এর ছেলে। পুলিশ জানায়,গত ৭ই জুন রাত ৮টার সময় প্রতিদিনের ন্যায় মাদকদ্রব্য উদ্ধার অভিযানে বের হয় আইজগাতী ক্যাম্প পুলিশের এসআই নকিব ইকবাল সহ একদল পুলিশ। রাজাপুর বাজার এলাকায় অবস্থান করা কালে জানতে পারে দেয়াড়া
এলাকায় মহিলা সমিতির সামনে মিজান স্টোরের সামনে পাকা রাস্তার উপর মাদকদ্রব্য ক্রয় বিক্রয় হচ্ছে।খবর পেয়ে উক্ত এলাকায় পুলিশ পৌঁছালে যুবক দৌড়ে পালানোর চেষ্টা করে। এ সময় তাকেপুলিশ গ্রেফতার করে জিজ্ঞাসাবাদ কালে সে জানায় তার নিকট গাজা আছে। তার
ব্যবহারিত পকেট থেকে ৭০ গ্রাম গাঁজা উদ্ধার করে তাকে গ্রেফতার করা হয়। এছাড়া পুলিশ জানায়, উক্তযুবক দীর্ঘদিন ধরে এলাকায় নিজের হেফাজত রেখে মাদকদ্রব্য ক্রয় বিক্রয় করে আসছে। এ ব্যাপারে এসআই নকিব ইকবাল বাদী হ য়ে তার বিরুদ্ধে মাদক আইনে মামলা দায়ের করেছে। মামলা নং ০৮, তাং-০৮/০৬/২৩।