বিশেষ প্রতিনিধি, বগুড়ার শেরপুরের খানপুর ইউনিয়নের তালপুকুরিয়া পশ্চিমপাড়ার এলাকায় আবাদী জমির টপ সোয়েল উত্তোলন করে সরকারি খাস জাইগা(হালুড)নিজ দখলে নিয়ে ভরাটের কাজ করছে তালপুকুরিয়া পশ্চিমপাড়া এলাকার, নজরুল ইসলাম, বাদশা মিয়া,সাজাহান আলী,মোহাম্মদ আলী,ও রমজান আলী গং। আবাদী জমির টপ সোয়েল উত্তোলন (মাটি)বহনের কাজে ব্যবহার করছে ট্রাক্টর
এতে নষ্ট হচ্ছে একই এলাকার ৭৫ বছর বয়সী বৃদ্ধ মজিবর রহমানের আবাদী জমি। উক্ত মাটি বহনকারী ট্রাক্টর আবাদী জমির উপর দিয়ে নিয়া যেতে নিষেধ করেন মজিবর রহমান,আবাদী জমির উপর দিয়ে অবৈধ মাটির গাড়ি চলাচল করতে নিষেধ করাই যোনো কাল হয়ে দারিয়েছে ৭৫ বছর বয়সী বৃদ্ধ মজিবর রহমানের। সবশেষ গত ৬/৬/২০২৩ তারিখ অনুমানিক রাত ৯ ঘটিকার সময় মাটি উত্তোলন করা গাড়ির শব্দ
পেয়ে মজিবর রহমান তার জমিতে এগিয়ে যায়, এবং তার আবাদী জমির উপর দিয়ে মাটি বহনকারী গাড়ি চলাচল করতে নিষেধ করেন,গাড়ি চলাচল নিষেধ করা মাএই আগে থেকে উতপেতে থাকা মাটি খেকো নজরুল বাহিনীর হাতে থাকা “দা,কাঠের পাঠাম, ও লাঠিসোঁটা দিয়ে ৭৫ বছর বয়সী বৃদ্ধ মজিবুর রহমানকে হত্যার উদ্দেশ্যে মারপিট করে শরীরের বিভিন্ন স্থানে মার্তক জখম করে এবং তার মাথায় সজোর আঘাত
করলে তার মাথা ফাটিয়া যায়,তার চিৎকারে আশেপাশের লোকজন এগিয়ে আসে এবং তাকে উদ্ধার করে শেরপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ভর্তি করেন। এই ঘটিনায় মজিবর রহমানের ছেলে আবু বকর সিদ্দিক বাদী হয়ে শেরপুর থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন। এই বিষয়ে শেরপুর থানার অফিসার ইনচার্জ ওসি বাবু কুমার সাহা বলেন, অভিযোগ পেয়েছি তদন্ত করে দোষী ব্যক্তিদের বিরুদ্ধে আইন অনুযায়ী
ব্যবস্থা গ্রহণ করা হইবে। উক্ত মাটি বহনকারী ট্রাক্টর চলাচল করাই যেমন নষ্ট হচ্ছে গ্রামীণ পরিবেশ তেমনি নষ্ট হচ্ছে গ্রামীণ রাস্তাঘাট।আবাদী জমির টপ সোয়েল উত্তোলন করে সরকারি খাস জাইগা নিজ দখলে নিয়ে ভরাট করা সহ, ৭৫ বছর বয়সী বৃদ্ধ মজিবর রহমানকে মারপিটের ঘটনায় এলাকার জনসাধারণের মুখে প্রতিবাদের ঝর উঠেছে। এই ঘটনায় অবৈধ মাটি উত্তোলন কারী নজরুল গংদের কঠিন থেকে কঠিনতম শাস্তির দাবি জানান এলাকাবাসী।