রিপোর্টারঃ মনজুরুল ইসলাম :::: নাটোরের লালপুরে সারাদেশের ন্যায় ডিপ্লোমা ইন পেশেন্ট কেয়ার টেকনোলজিস্টদের ডিপ্লোমা ইন নার্সিং সায়েন্স অ্যান্ড মিডওয়াইফারি কোর্সের সমমানের সিদ্ধান্ত বাতিল ও নার্সিং পেশায় স্পেশাল ক্যাডার সার্ভিস চালুসহ ৫ দফা দাবিতে বাংলাদেশ নার্সেস অ্যাসোসিয়েশন (বিএনএ) কেন্দ্রীয় কর্মসূচি হিসাবে মানববন্ধন করেছে লালপুর উপজেলা শাখা। আজ বুধবার (৩১মে) সকাল
১১ টার সময় লালপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের সামনে দাঁড়িয়ে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স এর কর্তব্যরত নার্সরা এ মানববন্ধন পালন করেন। মানববন্ধনে বক্তব্য রাখেন বাংলাদেশ নার্সিং অ্যাসোসিয়েশনের লালপুর উপজেলা শাখার সভাপতি ফাতেমা খাতুন, সাধারণত সম্পাদক জেসমিন নাহার, সিনিয়র স্ট্রাফ নার্স মুন্নি খাতুন। এসময় বক্তারা বলেন ডিপ্লোমা ইন নার্সিং সাইন্স এন্ড মিডওয়াইফারি কোর্সের সমমানের
প্রজ্ঞাপন বাতিল, তিন বছর মেয়াদী ডিপ্লোমা ইন সাইন্স এন্ড মিডওয়াইফারি কোর্স কে স্নাতক ডিগ্রিতে রূপান্তর, নার্সিং পেশায় স্পেশাল ক্যাডার সার্ভিস চালু, প্রথম শ্রেণীর পদ গুলোতে শূন্য পদে নিয়োগ ব্যবস্থা, সরকারি চাকরিতে কর্মরত নার্সদের মূল বেতনের ৩০% ঝুঁকি ভাতা, চাকরির শুরুতে অতিরিক্ত ইনক্রিমেন্ট প্রদানের সুবিধা বহাল, ডিপ্লোমা ইন নার্সিং সাইন্স এন্ড মিডওয়াইফারি শিক্ষার্থীদের ইন্টার্নশিপ ভাতা
প্রদান সহ বিএসসি নার্সিং শিক্ষার্থীদের ইন্টারশীপ ভাতা ২০হাজার টাকা উন্নীতকরন অনতিবিলম্বে নিশ্চিত করতে হবে। তারা আরো বলেন নীতিমালা অনুসরণ না করে যে সকল বেসরকারি নার্সিং শিক্ষা প্রতিষ্ঠান গড়ে উঠেছে সে সকল প্রতিষ্ঠান এর অনুমোদন বাতিলসহ দুর্নীতিবাজদের আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করতে হবে।