মোল্লা জাহাঙ্গীর আলম খুলনাঃ খুলনা জেলা ডিবি পুলিশের বিশেষ অভিযানে ফুলতলা এলাকা হতে ১৮০পিচ ইয়াবা ট্যাবলেটসহ -নং ১ শাহাজাদা মাঝি ও ২ নং তানজিমুল বিশ্বাসকে গ্রেফতার করেন। খুলনা জেলার সুযোগ্য পুলিশ সুপার জনাব মোহাম্মদ মাহবুব হাসান বিপিএম মহোদয়ের দিক-নির্দেশনায় জেলা গোয়েন্দা শাখা, খুলনার অফিসার ইনচার্জ জনাব নিজাম উদ্দীন মোল্লা এর মৌখিক নির্দেশনায় এসআই (নিঃ) সৌরভ কুমার দাস সংগীয় অফিসার ও ফোর্সসহ ফুলতলা থানা এলাকায় মাদকদ্রব্য উদ্ধার অভিযান পরিচালনা
করে। অভিযান পরিচালনা কালে গত সোমবার ২৯শে মে ২০২৩ খুলনার ফুলতলা থানাধীন আলকা গ্রামস্থ মুচিভিটা নামক স্থানে জনৈক ইমান আলী মোড়ল এর ছোট টং ঘরের সামনে হতে আসামী ১শাহাজাদা মাঝি (৩৫), পিতা- মৃত মজনু মাঝি ও ২ মোঃ তানজিমুল বিশ্বাস (২৯), পিতা- মৃত শহিদুল বিশ্বাসকে গ্রেফতার করেন আসামীদ্বয়ের হেফাজত হতে সর্বমোট ১৮০ পিচ মাদকদ্রব্য ইয়াবা ট্যাবলেট উদ্ধার করেন। ফুলতলা থানার মামলা নং-১৮, তারিখ- ৩০/০৫/২০২৩। উল্লেখ্য যে, ১ নং আসামী একজন পেশাদার মাদক ব্যবসায়ী। তার নামে মাদক আইনে মামলা রহিয়াছে।