নিজস্ব প্রতিনিধিঃ দৃষ্টি সম্পর্কে সচেতনতা বাড়াতে অন্ধত্ব নিবারণ ও প্রতিবন্ধকতা সম্পর্কে বিভিন্ন উদ্যোগ হাতে নিয়েছে স্বাস্থ্য সেবা অধিদফতর ও সরকারি-বেসরকারী সেবা মুলক প্রতিষ্ঠান। তারই অংশ হিসেবে খুলনার রূপসায়বিনামূল্যে চোখের ছানি অপারেশন, চশমা প্রদান, চক্ষু চিকিৎসা সেবা দেয়া হয়েছে। আন্তর্জাতিক সংস্থা সাইটসেভার্স-এর অর্থায়নে, ব্র্যাক ও বাগেরহাট দৃষ্টিদান চক্ষু হাসপাতাল
বাস্তবায়নে এবং মানব কল্যাণ মূলক সংগঠন “ফজলুর রহমান ওয়েলফেয়ার ফাউন্ডেশন”র সার্বিক ব্যবস্থাপনায় ও আশ সেফা হেলথ সেন্টারে সহযোগিতায় আজ ২৪ মে বুধবার খুলনার রূপসা উপজেলার আইচগাতী মধ্যপাড়া আশ সেফা হেলথ সেন্টারে সকাল ৯ টায় চক্ষু ক্যাম্প উদ্বোধন করা হয়। আশ সেফা হেলথ সেন্টারে চেয়ারম্যান জি এম মাহবুবুর রহমান পিনুর সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি
হিসেবে উপস্থিত ছিলেন আইচগাতী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান অধ্যাপক আশরাফুজ্জামান বাবুল, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন খুলনা চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রিজ সহ সভাপতি সিদ্দিকুর রহমান বুলু বিশ্বাস, খুলনা মহানগর যুবলীগের সভাপতি শফিকুর রহমান পলাশ, ফজলুর রহমান ওয়েলফেয়ার ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান ও বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়ন বিএফইউজের
সহ সভাপতি রাশিদুল ইসলাম, অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন আর এম আই কেয়ার ব্র্যাকের খুলনার রিজিওনাল ম্যানেজার মনির হোসেন মোল্লা,বাগেরহাট দৃষ্টিদান চক্ষু হাসপাতালের মেডিকেল অফিসার এ কে এম আরিফুল আলম,সুপারভাইজার নুরুজ্জামান খোকন, বিশিষ্ট ব্যবসায়ী মশিউর রহমান মিন্টু,প্রকৌশলী মাহফুজুর রহমান টিটু,অধ্যাপক মাসুদ হোসেন,ইউপি সদস্য সোহেল মল্লিক, ব্র্যাকের প্রোগ্রাম
অর্গানাইজার দেবাশীষ দেবনাথ,জি এম মামুনুর রহমান অনু প্রমুখ । সকাল ৯টা থেকে বেলা ২টা পর্যন্ত চক্ষু ক্যাম্পে বিনামূল্যে ৫০ জনের ছানি অপারেশন জন্য বাছাই করা হবে। এদেরকে বাগেরহাট দৃষ্টিদান চক্ষু হাসপাতালের বিশেষজ্ঞ সার্জন দ্বারা ছানি অপারেশন করানো হবে। অস্বচ্ছল ৪৩ জনকে বিনামূল্যে রিডিং গ্লাস প্রদানসহ ২৬০ জনকে চক্ষু চিকিৎসা সেবা দেয়া হয়েছে।