স্টাফ রিপোর্টার : মেয়র আতিকুল ইসলামের বিরুদ্ধে জাতীয় মানবাধিকার কমিশন চেয়ারম্যান বরাবরে এক সাংবাদিকদের অভিযোগ । জাতীয় মানবাধিকার কমিশনের অফিসিয়াল ইমেইল complaint@nhrc.org.bd তে sherebanglanewsgmail.com থেকে ২১ মে রবিবার বিকাল বেলা এই অভিযোগ করা হয় । অভিযোগে তিনি উল্লেখ্য করেন ,বরাবর চেয়ারম্যান জাতীয় মানবাধিকার কমিশন বিষয় : অভিযোগ ,জনাব বিনীত নিবেদন এই যে আমি নূর হোসাইন(৩৮ ) (সাংবাদিক দৈনিক
আমার সংবাদ ) পিতা মৃত জয়নাল আবেদীন , মাতা রওশান আরা বেগম , বর্তমান ঠিকানা – বাড়ি নং ১২ , আহমেদ নগর দীপ নগর , ৯ নং ওয়ার্ড দারুস সালাম থানা, মিরপুর ঢাকা ১২১৬ । এই মর্মে অভিযোগ করিতেছি যে ঢাকা উত্তর সিটি কর্পোরেশন মেয়র আতিকুল ইসলাম মহোদয় আমার এলাকায় মাঝেমধ্যে এসে ভয় ভীতি
দেখায় এবং হঠাৎ এসে বেআইনিভাবে বুলডোজার নিয়ে বাড়ি ঘরে হামলা দিয়ে ভাঙচুর করেন এবং তার সাথে থাকা লোকজন দিয়ে লুটপাট করেন ।ঘরের ভিতর অনেকের বৃদ্ধ মা গর্ভবতী মহিলা, শিশু সন্তান থাকেন, তারা আহত হন এবং রাস্তায় ঘুমানো ছাড়া পথ থাকে না এটি একটি মানবাধিকার লঙ্ঘন তাই আপনার কাছে অভিযোগটি দাখিল করিলাম ,অতএব উপরোক্ত বিষয়টি বিবেচনা করে ব্যবস্থা নেওয়ার জন্য জনাবের মর্জি হয় । ইতি, নূর হোসাইন , মোবাইল ০১৯২০৮১৩০২৮ ইমেইল sherebanglanews@gmail.com