কুয়েটে ‘ ব্যবহার ও সংরক্ষণ’ বিষয়ক প্রশিক্ষণ অনুষ্ঠিত

সাগর কুমার বাড়ৈ জেলা প্রতিনিধি খুলনাঃ  “খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের অবকাঠামো ও একাডেমিক কার্যক্রম সম্প্রসারণ” প্রকল্পের আয়োজনে দিনব্যাপী ‘ওহঃবৎধপঃরাব উরমরঃধষ ইড়ধৎফ ব্যবহার ও সংরক্ষণ’ বিষয়ক প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়েছে। ১৬ মে মঙ্গলবার সকাল ১০টায় খুলনা প্রকৌশল ও প্রযুক্তি

 

বিশ্ববিদ্যালয়ের  প্রশাসনিক ভবনের সেমিনার কক্ষে প্রশিক্ষণের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তৃতা করেন বিশ্ববিদ্যালয়ের ভাইস-চ্যান্সেলর প্রফেসর ড. মিহির রঞ্জন হালদার এবং বিশেষ অতিথি হিসেবে বক্তৃতা করেন প্রো-ভাইস চ্যান্সেলর প্রফেসর ড. সোবহান মিয়া।বেসরকারী প্রতিষ্ঠান ‘স্মার্ট টেকনোলজি’র

 

সহযোগিতায় অনুষ্ঠিত  প্রশিক্ষণে সভাপতিত্ব করেন “খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের অবকাঠামো ও একাডেমিক কার্যক্রম সম্প্রসারণ” প্রকল্পের প্রকল্প পরিচালক প্রকৌশলী ড. মোঃ জুলফিকার হোসেন। প্রশিক্ষণে বিশ^বিদ্যালয়ের বিভাগীয় প্রধানগণ, বিভিন্ন বিভাগের শিক্ষক ও কর্মকর্তাবৃন্দ অংশগ্রহণ করেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

scroll to top