নাটোরের বাগাতিপাড়ায় একই দিনে দুই দোকানে ১ লাখ ২৮ হাজার টাকা চুরি

 স্টাফ রিপোর্টারঃ নাটোরের বাগাতিপাড়ায় একই দিনে দুই দোকানে ১ লাখ ২৮ হাজার টাকা চুরি! নাটোরের বাগাতিপাড়ায় একই দিনে দুপুর বেলায় তালা ভেঙ্গে দুই দোকানে চুরির ঘটনা ঘটেছে। শুক্রবার (১২ মে) দুপুরে উপজেলার পাঁকা ইউনিয়নের চকগোয়াশ পূর্ব পাড়া এলাকায় আকাশ ষ্টোরে এবং পৌর এলাকার লক্ষণহাটি মোড় এলাকায় পুষ্প ফার্মেসিতে এই চুরির ঘটনা ঘটে। এই চুরির ঘটনায় আকাশ ষ্টোরের প্রায় ৪৮ হাজার ৫ শত টাকা এবং পুষ্প ফার্মেসির প্রায় ৮০ হাজার নগদ টাকা চুরি

 

হয়েছে বলে দাবি ক্ষতিগ্রস্থ ব্যবসায়ীদের। আকাশ ষ্টোরের স্বত্বাধিকারী আকাশ প্রামাণিক বলেন, তিনি ওই দোকানে মুদিখানার পাশাপাশি মোবাইল ব্যাংকিং, মোবাইল রিচার্জসহ কীটনাশকের ব্যবসা করেন। শুক্রবার জুম্মার নামায আদায়ের উদ্দেশ্যে তিনি অনুমানিক দুপুর পৌনে ১২ টার দিকে দোকান বন্ধ করে বাড়ি যান। নামাজ শেষে তিনি দুপুরের খাবার খেতে বাড়ির ভেতরে যান। এ সময় তার দোকান তিনি বন্ধ দেখেছেন। তার অল্প কিছু সময় পর স্থানীয় কয়েকজন এক ব্যাক্তিকে বন্ধ

 

দোকানের সামনে হেলমেট পরা অবস্থায় দাড়িয়ে থাকতে দেখেন। এর কিছু সময় পর বন্ধ দোকান হঠাৎ খোলা দেখতে পেয়ে তার নাম ধরে স্থানীয়রা ডাকলে পূর্বে দাড়িয়ে থাকা অজ্ঞাত ব্যক্তি তার নীল রঙের এ্যাপাচি আরটিআর মোটরসাইকেল নিয়ে দ্রুত সেখান থেকে পালিয়ে যায়। পরে দোকান মালিক আকাশ খবর পেয়ে ছুটে এসে দেখে তার দোকানের এবং ক্যাশ বাক্সের তালা ভাঙ্গা। সেসময় ক্যাশ বাক্সে থাকা ৪৮ হাজার ৫ শত নগদ টাকা নেই। নগদ অর্থ ছাড়া অন্যকিছুই খোয়া যায়নি বলেও

 

জানান আকাশ।স অপরদিকে পুষ্প ফার্মেসির স্বত্বাধিকারী নূর মোহাম্মাদ নুহু বলেন, তিনি ওই দোকানে ঔষধের পাশাপাশি মোবাইল ব্যাংকিং ও ফ্লেক্সিলোডের ব্যবসা করেন। তিনিও জুম্মার নামায আদায়ের জন্য বেলা ১২ টার দিকে দোকান বন্ধ করে বাড়ি যান। প্রতিদিনের ন্যায় তিনি বিকাল সাড়ে তিনটার দিকে দোকান খোলার উদ্দেশ্যে দোকানে আসেন। দোকান খুলতে গিয়ে লক্ষ্য করেন তার দোকানের শাটারের তালা ভাঙ্গা। পরে তার সন্দেহ হলে পাশের দোকানদারদের ডেকে দোকানের

 

শাটার খুলে দেখেন তার ক্যাশ বাক্সে থাকা প্রায় নগদ ৮০ হাজার টাকা নে। নূর মোহাম্মাদ আরো বলেন, নগদ অর্থ ছাড়া অন্যকিছুই খোয়া যায়নি। এই চুরির ঘটনার সত্যতা নিশ্চিত করে বাগাতিপাড়া মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) শফিউল আযম খাঁন বলেন, খবর পেয়ে ঘটনা স্থল দুটিতেই পুলিশ পাঠানো হয়েছে। লিখিত অভিযোগ পেলে পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

scroll to top