মীর ইমরান-মাদারীপুর প্রতিনিধিঃ মাদারীপুরের রাজৈর থেকে এক মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে মাদারীপুর জেলা গোয়েন্দা শাখার একটি চৌকস টিম, রাজৈর থানাধীন ইশিবপুর ইউপির শাখার পাড় (পূর্বকান্দি) হাফিজুর রহমান শেখ এর মুদী দোকানের সামনে রাজৈর টু শ্রীনদি গামী পাকা রাস্তার উপর থেকে
১০০(একশত) পিছ ইয়াবা ট্যাবলেটসহ মাদারীপুর জেলা রাজৈর উপজেলার, ইশিবপুর ইউনিয়নের ৯ নং ওয়ার্ডের মোঃ মোস্তফা শেখের ছেলে ওহিদুল শেখকে গ্রেফতার করে মাদারীপুর জেলা গোয়েন্দা পুলিশ ( ডিবি) । গ্রেফতারকৃত ওহিদুল শেখ একজন মাদক ব্যবসায়ী বলে জানা যায় । এ বিষয়ে মাদারীপুর জেলা গোয়েন্দা পুলিশ ( বিবি) ওসি এ এইচ এম সালাউদ্দিন জানান উক্ত ঘটনায় রাজৈর থানায় একটি মাদক আইনে মামলা রুজু প্রক্রিয়াধীন।