ইঞ্জিনিয়ার ওয়াহিদ মুরাদ,খুলনাঃ প্রিয় জন্মভূমি বাংলাদেশের জাতীয় সঙ্গীতের রচয়িতা, নোবেল বিজয়ী বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের ১৬২তম জন্মদিন আজ। ২৫ বৈশাখ ১২৬৮ বঙ্গাব্দের এ দিনে কলকাতার জোড়াসাঁকোর ঠাকুর পরিবারে জন্মগ্রহণ করেন বাংলা সাহিত্যের অনন্য কবি কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর। খুলনার ফুলতলা উপজেলার দক্ষিণদিহি গ্রামে বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের শ্বশুরবাড়ি। ১৮৮৩ সালে মৃণালিনী দেবীর সঙ্গে তিনি বিবাহ বন্ধনে আবদ্ধ হন। ১৯০২ সালে তাঁর পত্নী বিয়োগ
হয় । বিশ্বসাহিত্যের সর্বকালের শ্রেষ্ঠ প্রতিভাবানদের একজন হচ্ছেন রবীন্দ্রনাথ ঠাকুর। বাংলা সাহিত্য ও সংস্কৃতির বিকাশে যার অবদান অসামান্য। তাঁর হাত ধরেই বাংলা সাহিত্য পায় নতুন রূপ। ভাষা, সাহিত্য, সংস্কৃতি ও মননশীলতা দিয়ে বিশ্ব অঙ্গনে বিরল সম্মান আর্জন করেন তিনি। জীবদ্দশায় তিনি বহুবার বিদেশ ভ্রমণ করেন এবং সমগ্র বিশ্বে বিশ্ব ভ্রাতৃত্বের বাণী প্রচার করেন। ১৯৪১ সালে দীর্ঘ রোগভোগের পর কলকাতার পৈত্রিক বাসভবনেই তিনি মৃত্যুবরণ করেন। খুলনার ফুলতলা
বাজার থেকে দক্ষিণদিহি গ্রামের দূরত্ব মাত্র সাড়ে তিন কিলোমিটার। কবিগুরুর ১৬২ তম জন্ম জয়ন্তী উপলক্ষে দক্ষিণদিহি রবীন্দ্র কমপ্লেক্সে আগামীকাল থেকে অনুষ্ঠিত হতে যাচ্ছে তিন দিনব্যাপী আলোচনা সভা, সাংস্কৃতিক অনুষ্ঠান ও লোকমেলা। প্রতিবছরের ন্যায় এবারও জেলা প্রশাসন এবং উপজেলা প্রশাসনের সার্বিক তত্ত্বাবধানে আয়োজন করা হয়েছে এই অনুষ্ঠান।অনুষ্ঠানের প্রথম দিন অর্থাৎ ২৫ বৈশাখ ৮ মে লোকোমেলা ও অনুষ্ঠানে খুলনার অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) মুকুল
কুমার মৈত্র এর সভাপতিতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন খুলনা- ৫ আসনের সংসদ সদস্য নারায়ণ চন্দ্র এমপি । মুখ্য আলোচক হিসেবে উপস্থিত থাকবেন সরকারি ব্রজলাল কলেজের সাবেক অধ্যক্ষ ও খুলনা বিশ্ববিদ্যালয়ের প্রাক্তন ট্রেজারার সাধন রঞ্জন ঘোষ। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকবেন উপজেলা পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব শেখ আকরাম হোসেন। প্রথম দিনে স্বাগত বক্তব্য রাখবেন উপজেলা নির্বাহী অফিসার খোশনূর রুবাইয়াৎ।