খুলনা ফুলবাড়ীগেট খ্রীষ্টিয়ান সঞ্চয় ও ঋণদান সমবায় সমিতির বার্ষিক সাধারণ সভায়- শ্রম প্রতিমন্ত্রী

খানজাহান আলী থানা প্রতিনিধি:::: খুলনা ৩ আসনের সংসদ সদস্য শ্রম প্রতিমন্ত্রী বেগম মন্নুজান সুফিয়ান এমপি বলেছেন‘‘ স্বাধীনতা পরবর্তী যুদ্ধ বিধ্বস্ত দেশের কল্যাণে দেশের জনগণকে স্বাবলম্বী করতে জাতীর জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান সর্বপ্রথম ঋণদান কর্মসুচি চালু করেন। এই কর্মসুচির মাধ্যমে পিছিয়ে পড়া জনগোষ্ঠিকে এগিয়ে নেওয়া সম্ভব। তিনি বলেন স্বাধীনতা পরবর্তী বঙ্গবন্ধূ যখন দেশ-বিদেশের সকল ষড়যন্ত্র মোকাবেলা করে জাতীকে নতুন ভাবে স্বপ্ন দেখায় ঠিক
তখনই ঘাতকরা বঙ্গবন্ধু সহ তার পরিবরের সদস্যদের নির্মমভাবে হত্যা করে। পরবর্তীতে যারা রাষ্ট্রিয় ক্ষমতায় এসেছে তারা দেশকে পিছিয়ে নিয়ে গেছে। বঙ্গবন্ধূর সুযোগ্য কন্যা জননেত্রী শেখ হাসিনার দক্ষ নেত্রীতে আওয়ামী লীগ রাষ্ট্রিয় ক্ষমতায় আসার পর থেকে দেশে চলছে উন্নয়নের মহাযজ্ঞ। শেখ হাসিনার নেতৃত্বে দেশ এখন ডিজিটাল থেকে স্মার্ট বাংলাদেশে রুপান্তর হয়েছে। তিনি বঙ্গবন্ধুর সোনার বাংলা গড়তে এবং উন্নয়নের ধারা অব্যাহত রাখতে আগামী জাতীয় সংসদ নির্বাচনে এবং
আসন্ন খুলনা সিটি কর্পোরেশন নির্বাচনে নৌকায় ভোট দেওয়ার আহবান জানান। ’’ তিনি গতকাল ৬ মে শনিবার দুপুরে মহেশ্বরপাশা বনিকপাড়াস্থ ফুলবাড়ীগেট খ্রিষ্ট্রিয়ান সঞ্চয় ও ঋণদান সমবায় সমিতি লিমিটেডের নিজস্ব কার্যালয়ে সংগঠনটির ১২তম বার্ষিক সাধারণ সভায় প্রধান অতিথির বক্তৃতায় এ কথা বলেন। সংগঠনের সভাপতি সাইমন তুষার রায়ের সভাপতিত্বে এবং সমিতির এ্যাডমিন সিলভাস্টার সরকারের সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন কেসিসি ১নং ওয়ার্ড কাউন্সিলর
শেখ আব্দুর রাজ্জাক, কেসিসি ২নং ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি আলহাজ্জ মো. সাহাবুদ্দিন আহমেদ, কেসিসি ১নং ওয়ার্ডের সাবেক কাউন্সিলর ও মহানগর আ’লীগের সদস্য মো. মনিরুজ্জামান খান খোকন, সাবেক কাউন্সিলর ও ওয়ার্ড আ’লীগের সভাপতি মো. শাহাদাৎ মিনা, যোগিপোল ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. সাজ্জাদুর রহমান লিংকন, দৌলতপুর থানার অফিসার্স ইনচার্জ মো. কামাল আহমেদ, ওসি তদন্ত মো. শাহরিয়ার হাসান, ফাদার আলবিনো খোকন সরকার, ফাদার
শিশির জি কর্মকার, খুলনা মহিলা কারিগরি প্রশিক্ষণ কেন্দ্রের অধ্যক্ষ এ.কে এম মনিরুল ইসলাম। উন্মুক্ত আলোচনা সভায় প্রশ্ন-উত্তর পর্বে আলোচনা করেন সমিতির ম্যানেজার পুষ্প সরকার। সকাল ১০টায় মহেশ্বরপাশা বনিকপাড়াস্থ ফুলবাড়ীগেট খ্রিষ্ট্রিয়ান সঞ্চয় ও ঋণদান সমবায় সমিতি লিমিটেড ১২তম বার্ষিক সাধারণ সভায়
সমিতির বিভিন্ন কার্যক্রম, ২০১-২২ অর্থ বছরের আয়-ব্যায়ের হিসাব, সমিতির গঠনতন্ত্র সংশোধনির বিষয়ে এবং ঋণদান কার্যক্রম উপর উন্মুক্ত আলোচনায় অংশগ্রহণ করেন সমিতির বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দসহ সাধারণ সদস্যগণ। ১২তম বার্ষিক সাধারণ সভায় উন্মুক্ত আলোচনা শেষে সর্বস্মাতিক্রমে বেশ কয়েকটি গুরুত্বপুর্ণ সিন্ধান্ত গৃহীত হয়। এ সময় সমিতির সদস্য ছাড়াও অন্যান্যরা উপস্থিত ছিলেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

scroll to top