যন্ত্র চালিত নৌকা মাঝি সমবায় সমিতির নির্বাচন সম্পন্ন: সভাপতি শহিদুল-সম্পাদক বাবুল

 আলী আজীম, মোংলা (বাগেরহাট): ব্যপক উৎসাহ ও উদ্দীপনার মধ্য দিয়ে মোংলা স্থায়ী অস্থায়ী বন্দর পারাপার যন্ত্র চালিত নৌকা মাঝি সমবায় সমিতি লিঃ এর নির্বাচন সম্পন্ন হয়েছে। শনিবার ( ৬ মে) সকাল ৯টা থেকে শুরু হয়ে বিরামহীন ভাবে দুপুর ১টা পর্যন্ত মোংলা স্থায়ী অস্থায়ী বন্দর পারাপার যন্ত্র চালিত নৌকা মাঝি সমবায় সমিতি লিঃ কার্যালয় চলে ভোট গ্রহন। ৭০ জন ভোটারের মধ্যে ৬৯ জন ভোটার তাদের ভোটাধিকার প্রয়োগ করেন। যন্ত্র চালিত মাঝিগন স্বতঃস্ফূর্ত ভাবে

 

আগামী তিন বছরের জন্য তাদের শ্রমিক নেতা নির্বাচনে পছন্দের প্রার্থীকে ভোট দিয়ে নির্বাচিত করেন। নির্বাচনে সভাপতি পদে মোঃ শহিদুল ইসলাম ভূইয়া ( ছাতা) প্রতীকে ৮৬ ভোট পেয়ে জয়লাভ করেছেন। তার নিকটতম প্রতিদ্বন্দী মোঃ হেলাল উদ্দিন বাহাদুর (চেয়ার) প্রতীকে ১৬ ভোট পেয়েছেন। মোঃ মোশারেফ হোসেন কোন ভোটই পাইনি। সাংগঠনিক সম্পাদক পদে মোঃ জাকারিয়া বিনা প্রতিদ্বন্দ্বিতায় জয়লাভ করেছেন। সাধারণ সম্পাদক পদে নুর ইসলাম বাবুল (বাঘ) প্রতীক ৪৬ ভোট

 

পেয়ে জয়লাভ করেছেন। নিকটতম প্রতিদ্বন্দী মোঃ হারুন হাওলাদার (আনারস) প্রতীকে ২৩ ভোট পেয়েছেন। সহ-সম্পাদক মোঃ আল আমিন (প্রজাপতি) প্রতীকে ৩০ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন। নিকটতম প্রতিদ্বন্দী মোঃ জাকির হোসেন (সাইকেল) প্রতীকে ৩০ ভোট পেয়েছেন। কোষাধক্ষ্য পদে মোঃ জাহিদুল ইসলাম জুয়েল ( খেজুর গাছ) প্রতীকে ৪০ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। নিকটতম প্রতিদ্বন্দ্বী প্রার্থী মোঃ নুর নবী ( কলস) প্রতীকে পেয়েছেন ২৮ ভোট। প্রচার সম্পাদক পদে মোঃ শহিদুল

 

আকন ( তালা চাবি) ও মোঃ মানিক আকন (চশমা) প্রতীকে একই ভোট পাওয়ায় পরে লটারির মাধ্যমে মোঃ শহিদুল আকন বিজয়ী হয়। এ ছাড়া সহ-সভাপতি পদে আলী আজীম (বটগাছ) প্রতীকে ৫০ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। নিকটতম প্রতিদ্বন্দ্বী প্রার্থী জামাল আকন (মাছ) প্রতীকে পেয়েছেন ২৭ভোট। সাধারণ সদস্য পদে নির্বাচিত

 

হয়েছেন দুই জন। মোঃ রমজান তালুকদার (রশনি) ৫২ ভোট ও  খোকন শেখ ৪০ ভোট পেয়েছেন। নির্বাচনে প্রিজাইডিং অফিসারের দায়িত্ব পালন করেন উপজেলা সমবায় কর্মকর্তা মোঃ জুবাইর হোসেন। এসময় নির্বাচন পরিদর্শন করেন মোংলা থানা অফিসার ইনচার্জ মোহাম্মদ সামসুদ্দিন। আইনশৃংখলা নিয়ন্ত্রনে ছিলেন মোংলা থানার ওসি তদন্ত বিকাশ চন্দ্র ঘোষ ও এসআই মোঃ রফিকুল ইসলামসহ সঙ্গীয় ফোর্স।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

scroll to top