সকলে ঐক্যবদ্ধ থাকলে আগামী নির্বাচনে আমাদের বিজয় সুনিশ্চিত:এমপি বাবু

 পাইকগাছা প্রতিনিধি::::: পাইকগাছায় মহান মে দিবস ২০২৩ উপলক্ষে মঙ্গলবার(২মে) বিকেলে পাইকগাছা উপজেলা ও পৌরসভা শ্রমিক লীগের উদ্যোগে বর্ণাঢ্য এক র্যালী অনুষ্ঠিত হয়। র্যালির নেতৃত্ব দেন খুলনা-৬(কয়রা-পাইকগাছা) আসনের সংসদ সদস্য আলহাজ্ব  আক্তারুজ্জামান বাবু। র্যালীটি পাইকগাছা উপজেলা সদরের প্রধান সড়ক প্রদক্ষিণ করে। পরে পৌরসভার তিন রাস্তার মোড়ে পাইকগাছা উপজেলা শ্রমিক লীগের সভাপতি শাহাজান কবিরের সভাপতিত্বে পথসভায় প্রধান

 

অতিথির বক্তব্য রাখেন সংসদ সদস্য  আক্তারুজ্জামান বাবু। তিনি বলেন, সকলে ঐক্যবদ্ধ থাকলে আগামী নির্বাচনে আমাদের বিজয় কেউ ছিনিয়ে নিতে পারবে না। আমাদের বিজয় সুনিশ্চিত। আমরা সকলে এক সাথে কাঁধে কাঁধ মিলিয়ে বঙ্গবন্ধু কণ্যা দেশরত্ন শেখ হাসিনার জন্য কাজ করবো। তিনি বলেন, আওয়ামী লীগ যখন ক্ষমতায় থাকে তখন দেশে উন্নয়ন হয়। প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে পদ্মাসেতু, মেট্ররেল, কর্ণফুলি ট্যানেল ইতোমধ্যে তৈরি হয়েছে। আমার নির্বাচনী এলাকার রাস্তা-

 

ঘাট, ব্রিজ কালভার্ট তৈরি হচ্ছে। যাহা চলমান রয়েছে। আরো অনেক কাজ প্রক্রিয়াধীন রয়েছে।এর আগে পাইকগাছা উপজেলা সদরের জনপদ হাজার হাজার মানুষের পদচারনায় মুখরিত হয়ে ওঠে। দুপুর হতে না হতেই উপজেলার বিভিন্ন ইউনিয়ন থেকে দলে দলে দলীয় নেতা- কর্মীরা জড়ো হতে থাকেন পাইকগাছা উপজেলা পরিষদ চত্বরে। শুধু পাইকগাছা না, পার্শ্ববর্তী কয়রা উপজেলা থেকেও শত শত লোকজন স্বতঃস্ফূর্তভাবে মোটরসাইকেল শোভাযাত্রা সহকারে পাইকগাছায় অনুষ্টিত মহান মে

 

দিবস উপলক্ষে বর্ণাঢ্য র্যালিতে যোগদান করেন। লোকে লোকারণ্য হয়ে যায় পাইকগাছা উপজেলা সদরের রাস্তাঘাট। সভায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন জাতীয় শ্রমিক লীগের কেন্দ্রীয় কমিটির যুগ্ম-সম্পাদক ও খুলনা জেলা শ্রমিক লীগের সভাপতি বীরমুক্তি যোদ্ধা বিএম জাফর, উপজেলা আ’লীগের সভাপতি ও উপজেলা চেয়ারম্যান আনোয়ার ইকবাল মন্টু,জেলা শ্রমিক লীগের প্রচার সম্পাদক শেখ মহিনুল ইসলাম মোহন , উপজেলা আ’লীগের সহ-সভাপতি সমীরন সাধু, ইউপি

 

চেয়ারম্যান বীরমুক্তিযোদ্ধা আবুল কালাম আজাদ, কওছার আলী জেয়াদ্দার, কাজল কান্তি বিশ্বাস, আব্দুস সালাম কেরু, উপজেলা ভাইস চেয়ারম্যান শিহাব উদ্দিন ফিরোজ বুলু,উপজেলা শ্রমিকলীগের সাধারন সম্পাদক ও পৌর কাউন্সিলর আব্দুল গফফার মোড়ল,উপজেলা আ’লীগ নেতা আরশাদ আলী বিশ্বাস,এসএম রেজাউল

 

হক,উপজেলা কৃষকলীগের আহবায়ক এ্যাড.আব্দুর রশিদ,সদস্য সচিব সহকারি অধ্যাপক মাইনুল ইসলাম,উপজেলা যুবলীগের সাবেক সদস্য এমএম আজিজুল হাকিম, আকরামুল ইসলাম, পৌরসভা শ্রমিক লীগের সভাপতি আনারুল ইসলাম, সাধারন সম্পাদক মনিরুল ইসলাম,কয়রা উপজেলা ছাত্রলীগের সভাপতি শরিফুল ইসলাম টিংকু,পাইকগাছা পৌরসভা ছাত্রলীগের সাবেক সম্পাদক রায়হান পারভেজ রনি প্রমুখ। এ সময় দলের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

scroll to top