সরিষাবাড়ীতে পিতা- পুত্রের মৃতদেহ উদ্ধার

 জামালপুর প্রতিনিধিঃ জামালপুরের সরিষাবাড়ীতে পিতা ইউপি সদস্য রিপন তালুকদার (৪৬) এবং পুত্র আশিক তালুকদার (১৩)’র মৃতদেহ উদ্ধার করেছে পুলিশ। তাদের বাড়ি সরিষাবাড়ি ও সিরাজগঞ্জ উপজেলার সীমান্তবর্তী এলাকার সেন্দুর গ্রামে। ২ মে সকালে পিতা এবং ১ মে সন্ধ্যায় পুত্রের মৃতদেহ যমুনা নদী থেকে উদ্ধার

 

করার কথা নিশ্চিত করেছেন কাজিরপুর থানার ওসি শ্যামল কুমার দত্ত। রিপন তালুকদার চরগিরিশ ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ডের মেম্বার। পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, ৩০ এপ্রিল সন্ধ্যায় পুত্র আশিককে নিয়ে তার নানার বাড়ির উদ্দেশ্যে বাড়ি থেকে বের হন। এরপর তাদের পাওয়া যাচ্ছিল না। পিতা-পুত্রের মৃত্যুকে ঘিরে একদিকে শোক অপরদিকে এলাকায় নানা গুঞ্জন চলছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

scroll to top