সাগর কুমার বাড়ই , খুলনা জেলা প্রতিনিধি // খুলনা জেলার রূপসা উপজেলার টিএসবি ইউনিয়নের কাজদিয়া গ্রামে পানিতে ডুবে এক গৃহবধুর মৃত্যু হয়েছে । পারিবারিক সূত্রে জানা যায় , গত বৃহস্পতিবার ২৭ শে এপ্রিল ২০২৩ইং দুপুরে কাজদিয়া গ্রামের আলামিন শেখের স্ত্রী ময়না খাতুন (৩০) পার্শ্ববর্তী একটি পুকুরে কাপড়
ধৈত করার জন্য গিয়ে ছিলো। এ সময় অলৌকিক ভাবে ময়না খাতুন ( ৩০ ) পা পিছলে পড়ে পানিতে ডুবে যায় । কয়েক ঘন্টা পর পরিবারের লোকজন তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসে। এ সময় ডা: তাকে মৃত ঘোষণা করে । ময়নার মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে । এলাকাবাসী জানায় , ময়না খাতুন পূর্ব থেকে হার্টের রোগী ছিল। তাঁর একটি ষষ্ঠ শ্রেণীতে পড়া পুত্র সন্তান রয়েছে।