কেন্দুয়া প্রতিনিধিঃ নেত্রকোনার কেন্দুয়া উপজেলায় এবারের পুলিশ নিয়োগ পরীক্ষায় ১১ জন পুরুষ ও একজন নারী নির্বাচিত হয়েছে। তাদেরকে বৃস্পতিবার ২৭ এপ্রিল কেন্দুয়া থানার অফিসার ইনচার্জ আলী হোসেন পিপিএম তাদের হাতে নিয়োগ পত্র তুলে দেন ও ফুল দিয়ে বরণ করে নেন। কেন্দুয়া থানার অফিসার ইনচার্জ
আলী হোসেন পিপিএম জানান, কেন্দুয়া উপজেলা থেকে এবারের পুলিশ নিয়োগ নির্বাচিত পরীক্ষায় ১২ জন নির্বাচিত হয়েছেন।তাদের হাতে আজ নিয়োগ পত্র তুলে
দিয়েছি।তারা আগামী ২ মে নেত্রকোনা পুলিশ লাইনে যোগদান করে টাংগাইল মহেড়া পুলিশ ট্রেনিং সেন্টারে যোগদানের উদ্দেশ্যে যাত্রা করবে। ইতি পূর্বে কেন্দুয়া থানায় এমন উদ্যোগ কোন অফিসার ইনচার্জ গ্রহণ করেনি।নিঃসন্দেহে এ উদ্যোগটি প্রশংসার দাবি রাখে বলে জানান নির্বাচিত পুলিশ কনস্টেবল পদের পরিবারের সদস্যরা।