আবারও ছাত্র রাজনীতিতে সক্রিয় হতে চায় ছাত্র নেতা জহিরুল ইসলাম সুমন

কেন্দুয়া প্রতিনিধিঃ নেত্রকোনা জেলার কেন্দুয়া উপজেলার বলাইশিমুল ইউনিয়নের নোয়াদিয়া গ্রামের কৃতি সন্তান এক সময়ের তুখোর ছাত্র নেতা জহিরুল ইসলাম সুমন।কেন্দুয়া রাজপথে মিছিল হলেই যাকে সামনের কাতারে দেখা যেত সেই সুমন বিগত কিছু দিন রাজনীতি থেকে দূরে অবস্থান করছিল।কেন্দুয়ার রাজনীতি স্বজন প্রীতিতে রূপান্তর হওয়ার কারনে এতদিন দূরে ছিলেন। কিন্তু নিজেকে এতদিন অসহায় অবহেলায় দিন কাটাতে হয়েছে।

তাই আবারও সিদ্ধান্ত নিলেন ছাত্র রাজনীতি শুরু করবেন। সুমন এ প্রতিবেদকের সঙ্গে একান্ত আলোচনায় বলেন,আমি ভূল করেছি, ছাত্র রাজনীতি থেকে সরে গিয়ে। জাতির কল্যানে কাজ করতে হলে রাজনীতি করা ছাড়া কোন উপায় নেই। তাই নিজের ভূল বুঝতে পেরে আবারও জনগনের কল্যাণের জন্য নিজেকে রাজপথে যুক্ত করতে চাই। অতীতের ভূলের জন্য সকলের নিকট ক্ষমা চেয়ে নিচ্ছি। ভবিষ্যতে আর এমন ভূল হবে না।

তাই আসুন সবাই হাতে হাত, কাঁধে কাঁধ রেখে জননেত্রী শেখ হাসিনার স্মার্ট বাংলাদেশ গড়ার লক্ষ্যে কাজ করে যাই।বাংলাদেশকে মধ্যম আয়ের দেশ থেকে উন্নত দেশের তালিকায় নিয়ে যেতে হলে বর্তমান প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার কোন বিকল্প নেই। আগামী জাতীয় নির্বাচন বেশি দূরে নয়,জননেত্রী শেখ হাসিনার স্মার্ট বাংলাদেশ

বির্নিমানে যাকেই নৌকা দিয়ে কেন্দুয়া আটপাড়া আসনে পাঠান তার পক্ষে কাজ করে নৌকাকে বিজয়ী করতে হবে। তাই সকল ভেদাভেদ ভূলে গিয়ে দলের স্বার্থে কাজ শুরু করি। অতীতে যে ভাবে রাজ পথে ছিলাম সেভাবে আছি, থাকব এটাই হোক আগামী দিনের পথ চলার পাথেয়। সবাইকে মুজিবীয় শুভেচ্ছা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

scroll to top