ডুমুরিয়ায় যাত্রীবাহী বাস ও মাইক্রোবাসের সংঘর্ষে মাইক্রোবাস চালকসহ আহত -৬

 সরদার বাদশা নিজস্ব প্রতিবেদক::::  খুলনা-সাতক্ষীরা মহাসড়কের ডুমুরিয়ার খর্নিয়া ইউনিয়ন পরিষদের সামনে যাত্রীবাহী বাস ও মাইক্রোবাসের সংঘর্ষে মাইক্রোবাসের চালকসহ ৬ জন গুরুতর আহত হয়েছে। আহতরা হলেন, ডুমুরিয়ার বরুন গ্রামের শাহাজানের ছেলে আজিজুর রহমান (২৬), হরিশপুরের আজাদ হোসেনের দু’মেয়ে আকলিমা (৩২) ও আফরোজা আক্তার আঁখি (২৩), চেড়–ড়ির রিনা সুলতানা (৩৫), একই এলাকার আফজাল আলীর ছেলে ইমন (৪৫) ও অজ্ঞাত

 

পরিচয় চালক। আহতদের দ্রুত স্থানীয় ডুমুরিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়েছে। পুলিশ ও স্থানীয়দের শত্রু জানাজায়, বুধবার (২৬ এপ্রিল) বিকেল ৪টার দিকে সাতক্ষীরা থেকে ছেড়ে আসা যাত্রীবাহী বাস ঢাকা মেট্রো-জ ১৪-২৬১৪ খুলনা-সাতক্ষীরা মহাসড়কের ডুমুয়িার খর্নিয়া ইউনিয়ন পরিষদ সংলগ্ন এলাকায় পৌছালে একই সময় ডুমুরিয়ার রানায় গ্রামের ভেতর থেকে বরযাত্রীবাহী মাইক্রোবাস চট্ট মেট্রো ছ-১১-১১৪৫ মহাসড়কে উঠতে গেলে ঐ

 

সংঘর্ষের ঘটনা ঘটে। আহতদের মধ্যে অজ্ঞাত পরিচয় মাইক্রোবাস চালক ও যাত্রী ইমন আলীর অবস্থা গুরুতর হওয়ায় তাদেরকে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়েছে। দূর্ঘটনাকবলিত বাস ও মাইক্রোবাস দু’টি খর্নিয়া হাইওয়ে থানা হেফাজতে রয়েছে। তবে বাসের চালক ও হেলপার পলাতক রয়েছে।এই দুর্ঘটনার রাস্তায় যানজটের সৃষ্টি হয়, সংবাদ পেয়েই থানা ও হাইওয়ে পুলিশ তাৎক্ষণিক ঘটনাস্থলে পৌছিয়ে খুলনা-সাতক্ষীরা মহাসড়কের যান চলাচল স্বাভাবিক করে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

scroll to top