নড়াইলে পুলিশ সুপার মহোদয়ের সহায়তায় মায়ের কোলে ফিরল ১৫ মাসের শিশু তসফিয়া

খন্দকার ছদরুজ্জামান,নড়াইল জেলা প্রতিনিধিঃ পারিবারিক কলহের কারণে দীর্ঘদিন যাবৎ শিশুটি তার মায়ের আদর বঞ্চিত ছিল। তসফিয়া খাতুন নামের ঐ শিশুটি নড়াইল সদর উপজেলার শেখহাটি ইউনিয়নের আফরা গ্রামের মোঃ টারজার মোল্যার মেয়ে। অসহায় মা কোন উপায় না পেয়ে থানা পুলিশের শরণাপন্ন হলে পুলিশ সুপার জনাব মোসাঃ সাদিরা খাতুন মহোদয়ের

নির্দেশনায় নড়াইল সদর থানার অফিসার ইনচার্জ জনাব ওবাইদুর রহমানের তত্ত্বাবধানে এসআই(নিঃ) টিপু সুলতান শিশুটিকে উদ্ধার করতে সক্ষম হয়। আজ ২৪ এপ্রিল সোমবার নড়াইল জেলার সুযোগ্য পুলিশ সুপার মহোদয়ের নির্দেশনায় কোমলমতি ঐ শিশুটিকে তার মায়ের কোলে ফিরিয়ে দেওয়া হয়।

শিশু তসফিয়ার মা স্বপ্না বেগম তার আদরের একমাত্র সন্তানকে ফিরে পেয়ে কান্নায় ভেঙ্গে পড়েন এবং মানবিক এই সহযোগিতার জন্য অশ্রুবিজড়িত কণ্ঠে নড়াইল জেলা পুলিশের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

scroll to top