ছাতক টিভি নামের ফেইসবুক পেইজ হ্যাক থানায় জিডি করলেন সাংবাদিক সুজন

 সেলিম মাহবুব, ছাতক::::  ছাতক টিভি নামের একটি ফেইসবুক পেইজ হ্যাক করা হয়েছে। ১৭ এপ্রিল রাত থেকে কে-বা কাহারা ফেইসবুক পেইজটি হ্যাক করেছে। এই ফেইসবুক পেইজে দীর্ঘদিন ধরে সংবাদ প্রকাশসহ বিভিন্ন সামাজিক অনুষ্টানের লাইভ প্রকাশ করছেন সাংবাদিক সুজন মিয়া তালুকদার। তিনি ছাতক উপজেলার

সিংচাপইড় ইউনিয়নের সৈদেরগাঁওগ্রামের মৃত আফতাব আলী তালুকদারের পুত্র। তার জাতীয় পরিচয় পত্র(নং৫৯৮৬৪৩২৬৮৯) ফেইসবুক পেইজটি হ্যাক করার ফলে তিনি প্রতিপক্ষ কর্তৃক ক্ষতির সম্মুখিন হতে পারেন। তার হ্যাক হওয়া পেইজ থেকে কেউ যে কোন সময় যে কোন অপপ্রচার চালিয়ে বিভিন্ন ধরনের হয়রানি সহ বড়

ধরনের ক্ষতি সাধন করতে পারে। কাজেই নিজের নিরাপত্তার জন্য তিনি এ ব্যাপারে ছাতক থানায় একটি সাধারণ ডায়েরি করেছেন। ছাতক থানার জিডি নং ১১১২, আবেদন ট্র্যাকি নং WUNFVVতারিখ ১৮.০৪.২০২৩ ইং বিজ্ঞপ্তিঃ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

scroll to top