মালিককে ফেরত প্রদান করলো হারানো ১৭টি মোবাইল ফোন খুলনা পুলিশ

 ইঞ্জিনিয়ার ওয়াহিদ মুরাদ চীফ রিপোর্টার — আজ সোমবার (১৭ এপ্রিল) খুলনা জেলা পুলিশের বিশেষায়িত সাইবার ক্রাইম ইনভেস্টিগেশন সেল এর প্রযুক্তিগত সহায়তায় দিঘলিয়া, বটিয়াঘাটা, কয়রা, দাকোপ, তেরখাদা, ডুমুরিয়া ও পাইকগাছা থানা এলাকা হতে হারানো মোট ১৭ টি মোবাইল ফোন উদ্ধার পূর্বক মোবাইলের প্রকৃত মালিকদের নিকট হস্তান্তর করা হয়। হারানো মোবাইল ফেরত পেয়ে মোবাইলের মালিকগণ অত্যন্ত আনন্দিত এবং খুশি হয়ে পুলিশ প্রশাসনের প্রতি কৃতজ্ঞতা জ্ঞাপন

করেছেন। পুলিশ প্রশাসন সাইবার সংক্রান্ত অপরাধ থেকে নিজেকে নিরাপদ রাখতে নিম্ন বর্ণিত পরামর্শগুলি পূর্ব থেকেই প্রদান করে আসছে। যা অনুসরণ করার জন্য জনসাধারণের প্রতি অনুরোধ জানিয়েছেন পুলিশ প্রশাসন। পরামর্শঃ অপরিচিত কোন ব্যক্তির নিকট থেকে মালিকানা সংক্রান্ত যথাযথ প্রমান ছাড়া সেকেন্ড হ্যান্ড ইলেকট্রনিকস ডিভাইস বিশেষ করে মোবাইল ফোন, ল্যাপটপ ক্রয় থেকে বিরত থাকুন, রাস্তায় কুড়িয়ে পাওয়া সিম কার্ড ব্যবহার এড়িয়ে চলুন, নিজের সোশ্যাল মিডিয়া

একাউন্টে টু-ফ্যাক্টর অথেনটিকেশন চালু রাখুন, মনে রাখবেন পাসওয়ার্ড আপনার একান্ত ব্যক্তিগত জিনিস, সুতরাং এটি অন্য কারো কাছে শেয়ার করা যাবেনা। সোশ্যাল মিডিয়ায় যে কোন খবর বিশ্বাস করার আগে যাচাই করুন এবং সন্দেহজনক এবং লাইক-ভিউ প্রত্যাশী ইউটিউব চ্যানেল ও ফেসবুক পেইজ এড়িয়ে চলুন। আপনাদের সুরক্ষায় খুলনা জেলা সাইবার সেল–০১৩২০১৪০২৮০।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

scroll to top