ছাতকে মেয়ে’র জামাইর হাতে শশুর খুন খুনিসহ আটক- ২

 সেলিম মাহবুব, ছাতকঃ ছাতকে জামাইর দা’র কুপে শশুর খুন হয়েছেন। এ ঘটনাটি ঘটেছে উপজেলার গোবিন্দগঞ্জ- সৈদেরগাঁও ইউনিয়নের ধারণ বাজার এলাকার একটি ভাড়াটে বাসায়। জামাই সেলিম উদ্দিন পেশায় সিএনজি চালক গ্রামের বাড়ি ইউনিয়নের সাউদপুরে। তিনি থাকেন ধারণ বাজার সংলগ্ন একটি ভাড়াটে বাসায়। ওই বাসায় শনিবার (১৫ এপ্রিল) রাত ১০ টার দিকে শশুড় মকবুল আলীকে ডেকে নিয়ে কুপিয়ে হত্যা করা হয়। স্থানীয় সুত্রে জানাগেছে, দক্ষিণ খুরমা ইউনিয়নের গোরাদেও

গ্রামের বাসিন্দা শশুর  মকবুল আলীকে বাসায় খবর দিয়ে এনেছেন সেলিম উদ্দিন। রাতে বাসায় কি নিয়ে তার শশুরের সাথে ঝগড়াঝাটি হয়েছে। এক পর্যায়ে দা’ দিয়ে কুপিয়ে সে মকবুল আলীকে হত্যা করে। মকবুল আলীকে আহত অবস্থায় স্থানীয়রা উদ্ধার করে সিলেট ওসমানি মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে তার মৃত্যু হয়। এ ঘটনায় আরো ২ জন আহত হয়েছেন। স্হানীয় জনতা খুনি সেলিম উদ্দিন ও তার ভাই আইন উদ্দিনকে আটক করে থানা পুলিশে সোপর্দ করেছেন। স্থানীয়

ইউপি সদস্য হেলাল আহমদ, মকবুল আলীর মৃত্যুর বিষয়টি নিশ্চিত কররে জানান,এ ঘটনায় দুই জনকে আটক করা হয়েছে। সহকারি পুলিশ সুপার (ছাতক সার্কেল) রনজয় চন্দ্র মল্লিক ২ জন আটকের বিষয় নিশ্চিত করে বলেন আটককৃত সেলিম উদ্দিন গুরুতর আহত। তাকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। তিনি বর্তমানে ঘটনাস্থলে অবস্থান করছেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

scroll to top