জামালপুর তুলসীপুর বালিকা উচ্চ বিদ্যালয়ে নৈশ্য প্রহরীর নিয়োগ নিয়ে অনিয়মের অভিযোগ

 এহসান আলী: জামালপুর ::::  জামালপুর সদর উপজেলার ১৫ নং রশিদপুর ইউনিয়নের তুলসীপুর বাজার সংলগ্ন অবস্থিত বালিকা উচ্চ বিদ্যালয় প্রতিষ্ঠানের শুরু থেকেই বিনা বেতনে দায়িত্ব পালন করে আসছে একই এলাকার মোঃ চাঁন মিয়া, দীর্ঘদিন বিনা বেতনে চাকরি করার পর প্রতিষ্ঠানটি এমপিও ভুক্ত হওয়ার পর ভাগ্য হয়নি বেশিদিন চাকরি করার ,হঠাৎ করে মৃত্যুবরণ করেন চাঁন মিয়া। অভাব অনটনের সংসার রেখে পরপারে চলে যায় চাঁন মিয়া, পরিবারের রেখে যায় তিন ছেলে আরেক
মেয়ে আর চাঁন মিয়া স্ত্রী, যেহেতু বিদ্যালয়ের প্রতিষ্ঠা কালীন সময় থেকে চাঁন মিয়া অর্থ এবং সময় এবং শ্রম দিয়ে এই প্রতিষ্ঠানটিকে দাঁড় করিয়েছে তাই এই প্রতিষ্ঠানের কর্মরত যারা এবং এলাকার লোকজন ইস্কুল সভাপতি সহ সবাই মিলে চাঁন মিয়ার তিন ছেলেদের মধ্য থেকে যে কাউকে তার বাবার সেই চাকরিটি দেওয়ার সিদ্ধান্ত নেয়া হয় । সেই সুবাদে চানমিয়ার দ্বিতীয় ছেলে আব্দুর রহিমকে চাকরি দেওয়ার সিদ্ধান্ত হয় ,এবং তাকে দিয়ে তিন বছর যাবত অস্থায়ীভাবে নিয়োগ হওয়ার আগ পর্যন্ত চাকরি
চালিয়ে করতে বলে কর্মরত শিক্ষক এবং সভাপতি মিলে মৃত চাঁন মিয়ার ছেলে আব্দুর রহিম এবং ছোট ছেলে আনোয়ার সাংবাদিক দের জানাই চাকরি দেওয়ার নাম করে তাদের কাছ থেকে ৪ লাখ ৭০ হাজার টাকা নিয়েছে, স্কুলের প্রধান শিক্ষক আজিম মাস্টার এবং সভাপতি সাইদুর বি এস সি , অন্য কারো কাছ থেকে বেশি টাকা পাওয়াই আমাদের চাকরি না দিয়ে অন্য আরেক জনকে চাকরি দিয়ে দেয়, টাকা নেওয়ার ভিডিও ফুটেজ প্রমাণসহ আমাদের কাছে রয়েছে এ বিষয় নিয়ে দুই দিন যাবত সাধারণ
লোকজন একত্রিত হয়ে সালিশ দরবার মিছিল মানববন্ধন করেও কোন প্রতিকার পাচ্ছি না এ বিষয়ে তুলসীপুর বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আজিম উদ্দিন মাস্টারের সাথে যোগাযোগ করলে আমাদের জানাই রহিম মিয়ার বয়স শেষ হয় চাকরি দেওয়া যাচ্ছে না রহিম মিয়ার টাকা নেওয়ার বিষয়টিও এড়িয়ে যায় স্কুলের প্রধান শিক্ষক ,এবং স্কুল সভাপতির সাথে বার বার মুঠোফোন যোগাযোগ করেও পাওয়া যায়নি

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

scroll to top