নোয়ারাই ইউনিয়ন জনকল্যাণ ফাউন্ডেশনের সংবর্ধনা অনুষ্ঠান, ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত

সেলিম মাহবুব, ছাতকঃ নোয়ারাই ইউনিয়নে জনকল্যাণ ফাউন্ডেশন উদ্যোগে প্রবাসী সদস্যের সম্মানে সংবর্ধনা অনুষ্ঠান, ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। লক্ষিবাউর জামেয়া ওমর বিন খাত্তার মাদ্রাসার এতিম ও হিফয পড়ুয়া ছাত্রদের নিয়ে ইফতার করেন নোয়ারাই ইউনিয়ন জনকল্যাণ ফাউন্ডেশনের নেতৃবৃন্দ। সংগঠনের সভাপতি আব্দুল ছাত্তারের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক ফখর উদ্দিন খানের পরিচালনায় সভার শুরুতে পবিত্র কোরআন থেকে তেলাওয়াত করেন হাফিজ সোহানুর

রহমান, এসময় সৌদি আরবস্হ জেদ্দা প্রবাসী বাংলা ফুটবল ক্লাবের সাধারণ সম্পাদক ও সংগঠনের সহ-সভাপতি আলতাফ মিয়া তালুকদার কে এক সংবর্ধনা দেওয়া হয়, সংবর্ধনা অনুষ্ঠানে সংবর্ধিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সৌদি আরবস্হ জেদ্দা প্রবাসী বাংলা ফুটবল ক্লাবের সাধারণ সম্পাদক আলতাফ তালুকদার। এসম বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইউপি সদস্য ও প্যানেল চেয়ারম্যান (২) সাজ্জাদুর রহমান, ইউপি সদস্য মোহাম্মদ সাদিক মিয়া, লক্ষিবাউর বাজার কমিটির অর্থ

সম্পাদক আছান উল্লাহ, সংগঠনের উপদেষ্টা সাহাব উদ্দিন, সৈয়দ আহমদ সহ স্থানীয় নেতৃবৃন্দ ও মাদ্রাসার শতশত ছাত্ররা। সভায় তাদের বক্তব্য বলেন সংগঠনের ভূয়সী প্রশংসা করে বলেন ভাল কাজে সকল সময় নোয়ারাই ইউনিয়নের সকলের প্রিয় জনকল্যাণ ফাউন্ডেশন এগিয়ে রয়েছে, আগামীতে যেন আরো ভালো মানের ও

দৃষ্টিনন্দন কাজ করতে পারে সেই প্রত্যয় ব্যক্ত করেন বক্তারা। সংবর্ধিত অতিথি প্রবাসী আলতাফ তালুকদার তার বক্তব্যে বলেন আমরা প্রবাসীরা আমাদের ইউনিয়নের সংগঠনের উন্নয়ন মূলক কাজ করতে সকল প্রবাসীদের সঙ্গে নিয়ে অর্থনৈতিকসহ সবরকমের কার্যক্রমে এগিয়ে আসবো। সংবর্ধনা অনুষ্ঠান শেষে মোনাজাত পরিচালনা করেন মাদ্রাসার প্রিন্সিপাল কাজী মাওলানা ইসলাম উদ্দিন। মোনাজাতে সংগঠনের সকল সদস্য ও তাদের আত্তীয়স্বজন সকল মুসলিম উমমার রুহের মাগফেরাত কামনা করেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

scroll to top