ইফতারি শেষে বাড়ি ফেরার পথে সন্ত্রাসীদের গুলিতে গুরুতর আহত যুবক

 খন্দকার ছদরুজ্জামান, নড়াইল জেলা প্রতিনিধি; নড়াইলের লোহাগড়া উপজেলার মল্লিকপুর ইউনিয়নের মঙ্গলহাটা গ্রামের রতন মোল্লার ছেলে সাহাবুল মোল্লা(৩৫)কে ইফতারি শেষে বাড়ি ফেরার পথে পরিকল্পিত ভাবে আগে থেকে ওত পেতে থাকা সন্ত্রাসীদের গুলিতে গুরুতর আহত করার অভিযোগ। আহত ব্যক্তি ও

তার সজন সূত্রে সূত্রে জানা যায় যে, শনিবার ১৫ এপ্রিল সন্ধ্যার সময় উপজেলার মঙ্গলহাটা গ্রামের পূর্ব পাড়া মসজিদ থেকে ইফতারি শেষে বাড়ি ফেরার পথে পরিকল্পিত ভাবে আগে থেকে ওত পেতে থাকা সন্ত্রাসীদের গুলিতে গুরুতর আহত হন সাহাবুল মোল্লা। পরে তাকে স্থানীয় লোকজন উদ্ধার করে লোহাগড়া স্বাস্থ্য

কমপ্লেক্সে আনলে।কর্তব্যরত চিকিৎসক তাকে প্রাথমিক ভাবে চিকিৎসা দিয়ে রোগীর অবস্থা আশঙ্কাজনক থাকায় উন্নত চিকিৎসার জন্য খুলনা মেডিকেল হাসপাতালে নিয়ে যেতে বলে। এ বিষয়ে লোহাগড়া থানার অফিসার ইনচার্জ (ওসি) নাসির উদ্দিন বলেন,বিষয়টা আমরা জানার সঙ্গে সঙ্গে ওই গ্রামে পুলিশ মোতায়ন করা হয়েছে ।এবং সঠিক তদন্ত সাপেক্ষে ব্যবস্থা গ্রহণ করা হবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

scroll to top