নিরপেক্ষ সরকারের দাবিতে রামপালে বিএনপি নেতা লায়ন ফরিদের নেতৃত্বে অবস্থান কর্মসূচি

 কামরুজ্জামান শিমুল বাগেরহাট :::  দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি, দুর্নীতির প্রতিবাদ এবং ১০ দফা বাস্তবায়নের দাবীতে বাগেরহাটের রামপালে পালিত হয়েছে অবস্থান কর্মসূচি। কর্মসূচি বাস্তবায়নের দায়িত্বে ছিলেন বাগেরহাট জেলা বিএনপির যুগ্ম আহবায়ক লায়ন ডক্টর শেখ ফরিদুল ইসলাম। রামপাল উপজেলায় অবস্থান কর্মসূচি পালনের জন্য কেন্দ্র থেকেই লায়ন ডক্টর শেখ ফরিদুল ইসলামকে মনোনীত ও নির্দেশনা প্রদান করা হয়েছে। শনিবার বেলা ১২ টায় রামপাল উপজেলার গৌরম্ভা বাজার

সংলগ্ন রাস্তায় উপজেলা বিএনপি ও সকল অঙ্গসংগঠনের নেতা কর্মীদের উপস্থিতিতে এই অবস্থান কর্মসূচি পালন করা হয়। অবস্থান কর্মসূচি পালনকালে লায়ন ডক্টর শেখ ফরিদুল ইসলাম বলেন, আজকের অবস্থান কর্মসূচি বানচাল করার জন্য গতরাতে উপজেলার বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীদের বাড়িতে পুলিশ অভিযান চালিয়েছে। উপজেলার গুরুত্বপূর্ণ দুই বিএনপি নেতা মোস্তফা কামাল হালিম পাটোয়ারী ও কাজী জাহিদুল ইসলামকে গ্রেফতার করেছে পুলিশ। ফয়লা বিএনপি অফিস পুলিশ ঘিরে

রাখায় স্থান পরিবর্তন করে গৌরম্ভা বাজার সংলগ্ন সড়কে প্রোগ্রাম করেছি। ১১ এপ্রিল ইউনিয়ন পর্যায়ের কর্মসূচী সফল করার সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে। মিথ্যা মামলায় নেতাকর্মীদের গ্রেফতারের তীব্র নিন্দা জানিয়ে অবিলম্বে গ্রেফতারকৃতদের মুক্তির দাবি জানান তিনি। একটি নিরপেক্ষ সরকারের অধীনে আগামী জাতীয় সংসদ নির্বাচনের দাবিও জানান তিনি। এ সময় উপস্থিত ছিলেন বিএনপি নেতা মুজিবুর রহমান জোয়ারদার, আমিরুল ইসলাম কুটি, আব্বাস আলী হাওলাদার, আব্দুল্লাহ আল আজমির, কাজী ওজিয়ার রহমান, মোল্লা তরিকুল ইসলাম শোভন, মাহফুজুর রহমান সিক সরদার, মোহাম্মদ জাফর ইকবাল, বাবলা প্রমূখ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

scroll to top