স্মাইল সিক্রেট অফ ইউর হ্যাপিনেস ঘোড়াশাল শাখার উদ্যোগে পথচারী পেলো তৃপ্তিময় ইফতার

 পারভেজ আহমেদ, নরসিংদী জেলা প্রতিনিধি::::: স্মাইল সিক্রেট অফ ইউর হ্যাপিনেস ঘোড়াশাল শাখার উদ্যোগে ঘোড়াশাল পৌর এলাকার বিভিন্ন স্থানে পথচারী ও বিভিন্ন শ্রমজীবী মানুষ পেলো তৃপ্তিময় ইফতার । নরসিংদী জেলা শাখার সাবেক সভাপতি শিমুল প্রধান এর পরামর্শে ও স্মাইল ঘোড়াশাল শাখার সভাপতি খাইরুল হক এর দিকনির্দেশনা এই ইভেন্ট টি সম্পূর্ণ হয়েছে । এসময় অভিযান টিভিকে স্মাইল সিক্রেট অফ ইউর হ্যাপিনেস ঘোড়াশাল শাখার সাধারণ সম্পাদক পারভেজ আহমেদ

বলেন,স্মাইল প্রতিবছরই রমজান মাসে অসহায় মানুষের পাশে ইফতার নিয়ে হাজির হন ঠিক তেমনি ভাবে এবারঘোড়াশাল শাখার সকল সদস্যদের আয়োজনে ঘোড়াশাল পৌরসভার বিভিন্ন স্থানে পথচারী ও গাড়ির চালকদের আমরা আমাদের সাধ্য অনুযায়ী ইফতার বিতরণ করছি । উক্ত ইফতার বিতরণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন

,স্মাইল সিক্রেট অফ ইউর হ্যাপিনেস কেন্দ্রীয় কমিটির হিউম্যান রিসোর্স অফিসার ও ঘোড়াশাল শাখার সহ-সভাপতি সৈয়দ তুষার , ঘোড়াশাল শাখার তথ্য ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক সাইফুল ইসলাম শান্ত, সাংগঠনিক সম্পাদক আরিফা আক্তার, কোষাধ্যক্ষ তারিনা আক্তার বৃষ্টি, হিউম্যান রিসোর্স সম্পাদক সুমি আক্তার,সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক সানজিদা আক্তার শিলা , সদস্য আবু সাইদ আদনান । এসময় ৩৫ জন মানুষের মধ্যে ইফতার বিতরণ করা হয় ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

scroll to top