আজ ৩০ মার্চ লালপুরে ঐতিহাসিক ময়না দিবস

 রিপোর্টারঃ  মনজুরুল ইসলাম ::::  আজ ৩০ মার্চ নাটোরের লালপুরে ঐতিহাসিক ময়না দিবস। ১৯৭১ সালে এই দিনে উপজেলার ময়না গ্রামে পাকিস্তানি হানাদার বাহিনীর সাথে লালপুর উপজেলার মুক্তি পাগল জনতা,ইপিআর ও আনসার বাহিনীর সম্মুখ যুদ্ধ হয়। এই যুদ্ধে পাক হানাদার বাহিনীর ২৫ রেজিমেন্ট ধংস হয় এবং পাক

বাহিনীর প্রধান আসলাম হোসেন খান ওরফে রাজা খান জনতার হাতে ধরা পড়ে। পরের দিন ৩১ মার্চ লালপুরে শ্রী সুন্দরী পাইলট উচ্চ বিদ্যালয় মাঠে তাকে গুলি করে হত্যা করা হয়। এই ময়না যুদ্ধে প্রায় অর্ধশতাধিক বাঙালি শহীদ হয় এবং প্রায় ৩২ জন আহত হয় বলে জানা গেছে। সেই থেকে দিনটিকে ঐতিহাসিক ময়না দিবস

হিসেবে পালন করা হয়। দিনটি উপলক্ষে ময়না গ্রামে শহীদদের স্মরণে স্মৃতি স্তভ চত্বরে বিভিন্ন রাজনৈতিক দল ও সামাজিক সংগঠনের পক্ষ থেকে আলোচনা সভা সহ শহীদদের রুহের মাগফিরাত কামনা করে দোয়া ও মোনাজাত সহ নানা কর্মসূচির মধ্য দিয়ে দিবসটি পালন করে আসছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

scroll to top