মাদারীপুরে – শিবচর আঞ্চলিক সড়কে প্রাইভেট কার নিয়ন্ত্রণ হারিয়ে নিহত -১ আহত -১

 প্রতিবেদকঃমীর ইমরান মাদারীপুর :::   মাদারীপুর- শিবচর আঞ্চলিক সড়কে একটি প্রাইভেট কার চাক্কা বাস্ট হয়ে নিয়ন্ত্রণ হারিয়ে গাছের সাথে ধাক্কা লাগলে প্রাইভেট করে থাকা আরোহী হাজী মমিনুর রহমান মারা যান আহত হন মাওলানা শাহাদাত খান। স্থানীয় ও হাসপাতাল সূত্রে জানা যায় বুধবার (২৯ মাচ) দুপুর ১২-৩০মিনিটের সময় শিবচর থেকে একটি প্রাইভেট কার মাদারীপুর যাওয়ার পথে শিবচরের বাঁশ কান্দি ইউনিয়নের মির্জারচর মোল্লা কান্দি নামক স্থানে চাকা বাষ্টো হয়ে
নিয়ন্ত্রণ হারিয়ে গাছের সাথে ধাক্কা লাগলে এ দুর্ঘটনা ঘটে। এসময় প্রাইভেট কারে থাকা হাজী মমিনুর রহমান (৫৫) পিতা মৃত ওয়াস আলী খান গ্রাম শিবচর পৌরসভা নলগরা ৮নং ওয়ার্ড , প্রাইভেট কার চালক মাওলানা শাহাদাত (৫৩) পিতা খলিলুর রহমান খান, ষ্নলগরা ৮ নং ওয়ার্ড গুরতর আহত অবস্থায় স্থানীয়দের সহায়তায়
শিবচর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক হাজী মমিনুর রহমান (৫৫)কে নিহত বলে ঘোষণা দেন। আহত মাওলানা শাহাদাত হোসেন কে উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে বলে জানান চিকিৎসক। পরে ঘটনা স্থানে ফায়ার সার্ভিস ও পুলিশ এসে প্রাভেটকার

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

scroll to top