আলী আজীম, মোংলা (বাগেরহাট): মোমবাতি জ্বালিয়ে ১৯৭১ সালের ২৫ মার্চের কালরাতে পাকিস্তানি বাহিনীর হাতে শহীদদের স্মরণ করা হয়েছে। শনিবার (২৫ মার্চ) রাত আটটায় এসব কর্মসূচি পালন করে পাকিস্তানি হায়েনাদের হাতে শহীদদের স্মরণ করা হয়। রাত আটটায় মোংলা পৌর দলীয় কার্যালয়ের সামনে মোমবাতি প্রজ্জ্বলন করে আওয়ামী লীগ। পরে শহীদদের স্মরণে এক মিনিট নীরবতা পালন করা হয়। এ সময় উপজেলা আওয়ামী লীগের সভাপতি সুনীল কুমার বিশ্বাস’র
সভাপতিত্ব অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা চেয়ারম্যান আবু তাহের হাওলাদার, পৌর মেয়র বীর মুক্তিযোদ্ধা শেখ আব্দুর রহমান, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মোঃ ইব্রাহীম হোসেন, পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শেখ কামরুজ্জামান জসিম, উপজেলা ভাইস চেয়ারম্যান মোঃ ইকবাল হোসেন,
উপজেলা যুবলীগের সভাপতি ইস্রাফিল হাওলাদার, উপজেলা কৃষক লীগের সভাপতি শাহজাহান সিদ্দিকী, সাংগঠনিক সম্পাদক এম ইদ্রিস ইমন, ৫নম্বর ওয়ার্ড কাউন্সিলর শরিফুল ইসলাম, ১নম্বর ওয়ার্ড কাউন্সিলর কবির হোসেন, ৬নম্বর ওয়ার্ড কাউন্সিলর আল আমিন হোসেন, পৌর যুব মহিলা লীগের সভাপতি সুমি লিলা, পৌর যুব মহিলা লীগের সাংগঠনিক সম্পাদক নাজমিন আক্তার, যুব মহিলা লীগের দপ্তর সম্পাদক নিপা আক্তার।