কলকাতা থেকে নিউজ দাতা মনোয়ার ইমাম ::: আজ দক্ষিণ চব্বিশ পরগনা জেলার মগরাহাট পশ্চিমের তৃনমূল দলের মাইনরিটি দলের কমিটির নির্বাচন হয়। সেই নির্বাচন কে টান টান উত্তেজনার মধ্যে দিয়ে ১২টি, ভোটের মোট, ৯,টি, ভোট পেয়ে নির্বাচিত হলেন মগরাহাট পশ্চিমের তরুণ তুর্কি তৃনমূল দলের মাইনরিটি কমিটির চেয়ারম্যান তৌফিক মোল্লা ওরফে বাচ্চু মোল্লা। তিনি মগরাহাট পশ্চিমের যুব তৃনমূল দলের সভাপতি ইমরান মোল্লার ঘনিষ্ঠ এবং পশ্চিম বাংলার তৃনমূল দলের অন্যতম
সাধারণ সম্পাদক ও সুন্দর বন উন্নয়ন বোর্ড এর চেয়ারম্যান ও ক্যানিং পূর্বে র বিধায়ক শওকত মোল্লা র ঘনিষ্ঠ বলে জানা গেছে। সেই সঙ্গে মগরাহাট পশ্চিমের তৃনমূল দলের অন্যতম নেতা মানবেন্দ্র মন্ডল ও সব্যসাচী গায়েনের সাথে ভালো সম্পর্ক। এদিন তার প্রতিপক্ষ হিসেবে দাড়িয়ে ছিলেন পশ্চিম বাংলার সাবেক মাদ্রাসা শিক্ষা দপ্তরের মন্ত্রী এবং মগরাহাট পশ্চিমের বিধায়ক গিয়াসউদ্দিন মোল্লা র ভাই দক্ষিণ চব্বিশ পরগনা জেলা পরিষদ সদস্য মুজিবুর রহমান মোল্লা কে হারিয়ে দিয়ে মগরাহাট
পশ্চিমের তৃনমূল দলের মাইনরিটি কমিটির চেয়ারম্যান হিসেবে নির্বাচিত হন। দীর্ঘদিন ধরে মগরাহাট পশ্চিমের তৃনমূল দলের গোষ্ঠী কন্দল চলছিল, তার মধ্যে আজকের মগরাহাট পশ্চিমের তৃনমূল দলের নেতা ও কর্মীদের পাখির চোখ ছিল কে তৃনমূল দলের মাইনরিটি কমিটির চেয়ারম্যান হিসেবে নির্বাচিত হন। সব কিছুই কে
উড়িয়ে তৌফিক মোল্লা কে নির্বাচিত করেন মগরাহাট পশ্চিমের তৃনমূল দলের মাইনরিটি কমিটির সদস্যরা। তবে আজকের এই নির্বাচনে ভোট দিতে আসেন মগরাহাট পশ্চিমের উত্তর কুসুম অঞ্চল প্রধান ও তৃনমূল দলের নেতা কুতুবউদ্দিন লস্কর সহ কিছু ব্লক উন্নয়ন বোর্ড এর সচিবরা। এই নির্বাচনে অংশ গ্রহণকারী সকলকেই অভিনন্দন জানান মগরাহাট পশ্চিমের নব তৃনমূল দলের মাইনরিটি কমিটির চেয়ারম্যান তৌফিক মোল্লা।