আব্দুর রউফ উজ্জল, নন্দীগ্রাম, বগুড়াঃ বগুড়ার নন্দীগ্রামে চলন্ত একটি ট্রাকের পেছনে আরেকটি ট্রাকের ধাক্কায় আশরাফুজ্জামান বিশ্বাস (৪৩) নামের এক চালক নিহত হয়েছেন। তিনি যশোর মনিরামপুরের বার-পাড়ার বুধই বিশ্বাসের ছেলে। সোমবার ভোরে বৃষ্টি চলাকালে বগুড়া-নাটোর মহাসড়কের কাথম কোয়ালিটি ফিডস
লিমিটেডের সামনে এ দুর্ঘটনা ঘটে। দুর্ঘটনায় আহত হেলপার টুটুল ইসলাম (১৮) বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে। সে মনিরামপুরের বার-পাড়ার মিজানুর রহমানের ছেলে। কুন্দারহাট হাইওয়ে থানার ইনচার্জ (ভারপ্রাপ্ত) আবুল হাসানাত স্থানীয়দের বরাত দিয়ে জানান, কয়লা বোঝাই ট্রাক
(সাতক্ষীরা ট:: ১১-০১৭১) নাটোর থেকে বগুড়ার দিকে যাচ্ছিলো। পথিমধ্যে কোয়ালিটি ফিডসের সামনে মহাসড়কে চালকের অসাবধানতায় চলন্ত আরেকটি অজ্ঞাত ট্রাকের পেছনে ধাক্কা দেয়। এতে চালক নিহত এবং হেলপার আহত হন। দুর্ঘটনা কবলিত ট্রাক উদ্ধার এবং মরদেহ পরিবারের নিকট হস্তান্তর করা হয়েছে।