আব্দুর রউফ উজ্জল,নন্দীগ্রাম বগুড়াঃ বগুড়ার নন্দীগ্রামে গোডাউনের তালা ভেঙে ৭২ বস্তা সরিষা চুরির ঘটনা ঘটেছে। এ বিষয়ে নন্দীগ্রাম থানায় একটি অভিযোগ দায়ের করা হয়েছে। চুরি যাওয়া মোট ১০৮ মন সরিষার বর্তমান আনুমানিক বাজারমূল্য প্রায় সাড়ে ৩লাখ টাকা।
১৩ মার্চ (সোমবার) দিবাগত রাতে বগুড়া-নাটোর মহাসড়কের পাশে পৌরসভার ১নং ওয়ার্ড কালিকাপুর এলাকায় এ চুরির ঘটনা ঘটেছে। চুরির বিষয়ে গতকাল মঙ্গলবার থানায় লিখিত অভিযোগ করেন, নন্দীগ্রাম কলেজপাড়ার সরিষা ব্যবসায়ী মোঃ হাফিজুর রহমান।
থানার অভিযোগ সুত্রে জানা যায়, চলতি মৌসুমে বিভিন্ন গ্রাম ও বাজার থেকে সরিষা ক্রয় করে কালিকাপুর এলাকার সুলতান মাহমুদ বাবুর মালিকানাধীন গোডাউন ভাড়া করে সেখানে সরিষা রাখেন হাফিজুর রহমান। গোডাউনে প্রায় ৫শ’ মন সরিষা মজুদ করা হয়। সেগুলো বিক্রয়ের জন্য লেবার দিয়ে গত সোমবার রাত ৮টা পর্যন্ত বিভিন্ন ফিড কোম্পানীর সাদা প্লাস্টিকের ৩২৪টির প্রতিটি বস্তায় ৬০ কেজি করে ৪৯০মন সরিষা
রাখা হয়। রাত সাড়ে ৯টার দিকে গোডাউনের সাটার নামিয়ে তালা লাগিয়ে ওই ব্যবসায়ী বাড়িতে চলে যান। মধ্যরাতে অজ্ঞাত চোরেরা উক্ত গোডাউনের তালা ভেঙে ৭২ বস্তা সরিষা চুরি করে নিয়ে যায়। এ বিষয়ে নন্দীগ্রাম থানার ওসি আনোয়ার হোসেন এর সাথে কথা বললে তিনি বলেন, অভিযোগ পেয়েছি, তদন্ত সাপেক্ষে ব্যবস্থা গ্রহণ করা হবে।