তেরখাদা প্রতিনিধিঃ আজ মঙ্গলবার সকাল ১০টার দিকে উপজেলা তথ্য কেন্দ্রের উদ্যোগে নারী উদ্যোক্তাদের নিয়ে ই-কমার্স বিষয়ক বিশেষ উঠান বৈঠক অনুষ্ঠিত হয়। উপজেলা পরিষদের অডিটরিয়ামে অনুষ্ঠিত উঠান বৈঠকে সভাপতিত্ব করেন তথ্য সেবা কর্মকর্তা মোছাঃ তাসলিমা খাতুন। বৈঠকে প্রধান অতিথির বক্তৃতা করেন উপজেলা
নির্বাহী কর্মকর্তা আসাদুজ্জামান। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদের ভাইসচেয়ারম্যান শারাফাত হোসেন মুক্তি, মহিলা ভাইস চেয়ারম্যান নাজমা খান, তেরখাদা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান এফ এম অহিদুজ্জামান। অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন, তথ্য আপা বনশ্রী বিশ্বাস ও মাহমুদা ইসলাম। উঠান বৈঠক শেষে
উদ্যোক্তাদের তৈরি করা বিভিন্ন পণ্য বিক্রয় করা হয়। এর আগে কেক কেটে বৈঠকের শুভ সূচনা করা হয়। এ ব্যাপারে তথ্য সেবা কর্মকর্তা মোছাঃ তাসলিমা খাতুন বলেন এদিনে ৫০ জন নারী উদ্যোক্তা নিয়ে অনলাইন প্লাটফর্ম হেড অফিস কর্তৃক ই-কমার্স বিষয়ক বিশেষ উঠান বৈঠক অনুষ্ঠিত হয়