তপু শেখ গোপালগঞ্জ প্রতিনিধি :::: আজ জেলা প্রশাসক গোপালগঞ্জের কার্যালয়ে জেলা আইন-শৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত হয় । সভায় সভাপতিত্ব করেন জেলা প্রশাসক । উক্ত সভায় উপস্থিত ছিলেন গোপালগঞ্জ জেলার পুলিশ সুপার আয়েশা সিদ্দিকা, বিপিএম,পিপিএম ।এছাড়া জেলার অন্যান্য আইন শৃঙ্খলা বাহিনী
এবং সরকারি কর্মকর্তাগন উপস্থিত ছিলেন।সভায় জেলার সার্বিক আইন- শৃঙ্খলা পরিস্থিতি নিয়ে আলোচনা হয়।পুলিশ সুপার তাঁর বক্তৃতায় উপস্থিত সকলকে আইনের শাসন প্রতিষ্ঠা, ট্র্যাফিক ম্যানেজমেন্ট ও সর্বক্ষেত্রে জন শৃঙ্খলা ও সুষ্ঠু পরিবেশ বজায় রাখতে পুলিশকে সহায়তা করার আহ্বান জানান।