বাগেরহাটে খানজাহান আলী বালিকা এতিম খানার ৪ জনের বিবাহ সম্পন্ন

 কামরুজ্জামান শিমুল বাগেরহাট ::: বাগেরহাট খানজাহান আলী বালিকা এতিম খানার ৪ জন ছাত্রীর বিবাহ সম্পন্ন হয়েছে। শনিবার (৪মার্চ ) দুপুরে কাঁঠাল (দশানী) এতিমখানা ভবনে উভয়পক্ষের অভিভাবক, এতিমখানা কর্তৃপক্ষ ও বিশিষ্ট মেহমানদের উপস্থিতিতে ৪ এতিম ছাত্রীকে তাদের স্মামীর হাতে তুলে দেওয়া হয়। সকলের জন্য প্রীতিভোজের আয়োজন করে এতিমখানা কর্তৃপক্ষ। এর আগে ৩ মার্চ শুক্রবার দুপুরে সবার উপস্থিতিতে বিবাহ রেজিস্ট্রি করা হয়। এসময় প্রতিষ্ঠানের সভাপতি

মোকলেসুর রহমান এবং সাধারণ সম্পাদক বাগেরহাট কোর্ট মসজিদের খতিব মাওলানা রুহুল আমিন উপস্থিত সকলকে স্বাগত জানান। খানজাহান আলী বালিকা এতিম খানায় এ বছর ৫৪ জন বিভিন্ন বয়সী ছাত্রী রয়েছে। তাদের শিক্ষা খাবার বাসস্থান বিনোদন চিকিৎসা সহ সবকিছু বহন করে এই এতিম খানা কর্তৃপক্ষ। পড়াশুনার পাশাপাশি এখানে তাদের সেলাই কম্পিউটার রান্নাসহ অন্যান্য বিষয়ে প্রশিক্ষণ দেওয়া হয়। এবছর দ্বাদশ শ্রেণীতে উত্তীর্ণ হওয়ার পর উভয় পক্ষের সিদ্ধান্ত মতে (১)

আমেনা খাতুনকে মোহাম্মদ দুলাল হোসেনের সহিত (২) জান্নাতুল ফেরদৌসকে মোহাম্মদ সিয়াম শেখের সহিত (৩) সানজিদা খাতুনকে আব্দুল্লাহ আল মামুনের সহিত এবং (৪)রিমা খাতুনকে মোহাম্মদ রিয়াজুল ইসলামের সহিত বিবাহ দেওয়া হয়েছে। প্রকৃত অভিভাবকের ন্যায় এতিমখানার পক্ষ থেকে বর -কনে সাজে সাজানো হয়েছে তাদের এবং তুলে দেওয়া হয়েছে হেজাব, শাড়ি, হাত ঘড়ি, পাঞ্জাবি পাজামা, জুতা, ড্রেসিং টেবিল, শোকেজ, সেলাই মেশিন, ডিনারসেট , রাইস কুকার, কম্বল সহ বিভিন্ন

উপহার সামগ্রী। প্রতিষ্ঠানের সাধারণ সম্পাদক বাগেরহাট কোর্ট মসজিদের খতিব মাওলানা রুহুল আমিন জানান, সকলের দানে এই এতিমখানা পরিচালিত হচ্ছে। এখানে নিরাপত্তা ব্যবস্থা জোরদার রয়েছে। এখানে রয়েছে উন্নত খাবার ও পরিষ্কার পরিচ্ছন্ন আবাসন ব্যবস্থা। একজন ভদ্র মহিলা এই ভবনটি নির্মাণ করে দিয়েছেন। আমাদের এই প্রতিষ্ঠানের আপাতত বাউন্ডারি ওয়াল নির্মানটা জরুরি হয়ে পড়েছে। গত বছরও যাক-জমকপূর্ণ ভাবে এই প্রতিষ্ঠানের তিন শিক্ষার্থীকে বিবাহ দেওয়া হয়েছিলো। তারা

সবাই সুখে শান্তিতে বসবাস করছে। এসময় অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জেলা পুনাকের সভানেত্রী শারমিন আক্তার সোমা, এনটিভি জেলা প্রতিনিধি সাংবাদিক রবিউল ইসলাম তরফদার, ধানসিঁড়ি রেস্টুরেন্টের সত্ত্বাধিকারী রিয়াজুল ইসলাম, রেজাউল করিম পান্না, ডাক্তার মোহাম্মদ ইব্রাহিম হোসেন, মোহাম্মদ নজরুল ইসলাম রুনু , হাওলাদার ইসমাইল হোসেন, শেখ জাহাঙ্গীর হোসেন , সাংবাদিক সুমন শেখ সহ প্রতিষ্ঠানের কর্মকর্তা কর্মচারী অতিথিবৃন্দ এবং এতিমখানার ছাত্রী বৃন্দ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

scroll to top