মনজুর হোসেন,লক্ষ্মীপুর প্রতিনিধিঃ লক্ষ্মীপুরের রামগতিতে চরপোড়াগাছা দারুস সালাম মাদ্রাসায় হাফেজ ছাত্রদের পাগড়ী প্রদান ও ২০তম বার্ষিক ঐতিহাসিক তাফসিরুল ওয়াজ মাহফিল অনুষ্ঠিত হয়। উক্ত মাহফিলে প্রধান মেহমান হিসেবে, আলোচনা করেন ঢাকা থেকে আগত হযরত মাওলানা আব্দুল্লাহ আল নোমানী সাহেব।
ঐতিহ্যবাহী দ্বীনি শিক্ষা প্রতিষ্ঠান চর চরপোড়াগাছা দারুস সালাম নূরানী হাফেজিয়া মাদ্রাসা ও এতিমখানা, ১৯৯৮ সালে মরহুম হাফেজ মাওলানা আব্দুস শহীদ সাহেবের বাড়ীর দরজায় প্রতিষ্ঠিত হয়। এই প্রতিষ্ঠান থেকে অসংখ্য
এতিম অসহায় ছাত্র – ছাত্রীরা লেখা পড়া করে দেশের বিভিন্ন জায়গায় হাফেজ এ আলেম হয়ে দ্বীনি সেবা করছেন। ঐতিহ্যবাহী এই দ্বীনি প্রতিষ্ঠানে বর্তমানে ৩০০ জনের ও বেশি ছাত্র-ছাত্রী লেখাপড়া করছে। মেধাবী গরিব অসহায় ছাত্র- ছাত্রীদের জন প্রয়োজন আর্থিক সাহায্য ও সহযোগিতা। উক্ত অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে আলোচনা করেন, চাঁদপুরে মাওলানা খাজা ওলী উল্যাহ পীর সাহেব, নারায়ণগঞ্জের মাওলানা শাহজালাল মাদারীপুর সাহেব এবং হযরত মাওলানা নূর মোহাম্মদ
সাহেব। উক্ত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন রাস্তার হাট হাজী এ,গফুর উচ্চ বিদ্যালয়ের ইংরেজি বিভাগের সিনিয়র শিক্ষক,জনাব মাস্টার আবদুল কাদের সাহেব।
উক্ত অনুষ্ঠানে পাগলী প্রদান করা হয়, বাংলা নিউজ টেলিভিশনের স্টাফ রিপোর্টার ও দৈনিক সংবাদ উন্মোচন পত্রিকার বিশেষ প্রতিনিধি মোঃ রিয়াজ উদ্দিনের ছোট ভাই হাফেজ মোহাম্মদ মাহমুদুর রহমান রাহীমকে।
পর্যায়ক্রমে পাগড়ী প্রদান করা হয়, হাফেজ শিহাব উদ্দিন, হাফেজ মিজানুর রহমান এবং হাফেজ শামসুল ইসলামকে। উক্ত অনুষ্ঠানে সার্বিকভাবে সহযোগিতা ও তত্ত্বাবধান করেন,চরপোড়াগাছা দারুস সালাম নুরানী হাফেজিয়া মাদ্রাসার সুযোগ্য প্রধান শিক্ষক হাফেজ আব্দুর জাহের সাহেব। অবশেষে বিশেষ দোয়া ও মোনাজাতের মাধ্যমে মাহফিলটি সমাপ্তি হয়।