ফুলবাড়ীয়া বঙ্গবন্ধু নাইট ক্রিকেট প্রীতি ম্যাচ

 ফুলবাড়ীয়া (ময়মনসিংহ) প্রতিনিধি : ময়মনসিংহের ফুলবাড়ীয়ায় বঙ্গবন্ধু নাইট ক্রিকেট প্রীতি ম্যাচ অনুষ্ঠিত হয়েছে। গত বুধবার (২রা মার্চ) রাতে উপজেলার দাওসা পীরগঞ্জ সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে স্থানীয় বঙ্গবন্ধু ক্লাবের আয়োজনে রাত্রিকালীন এই প্রীতি ম্যাচে প্রধান অতিথি হিসেবে খেলার উদ্বোধন করেন উপজেলা আওয়ামী লীগের সভাপতি এডভোকেট ইমদাদুল হক সেলিম। প্রধান অতিথির বক্তব্যে ইমদাদুল হক সেলিম বলেন, যারা দেশকে ভালোবাসে তাদের অবশ্যই বঙ্গবন্ধুকে

ভালোবাসতে হবে। বঙ্গবন্ধুর নামে ক্রিকেট ম্যাচ নিয়ে ষড়যন্ত্র করা বঙ্গবন্ধুকে অসম্মান করার শামিল। এসময় তিনি সকল ইতিবাচক কাজের সাথে যুক্ত থাকার অঙ্গিকার ব্যক্ত করেন। বলেন দেশের উন্নয়ন অগ্রগতিকে রক্ষার জন্য শেখ হাসিনা সরকারের বিকল্প নেই। অনুষ্ঠানের গ্র্যান্ড স্পন্সর ছিলেন যুক্তরাষ্ট্রের নিউইয়র্ক প্রবাসী ও যুক্তরাষ্ট্র ছাত্রলীগের সাবেক সম্পাদকমন্ডলীর সদস্য ইমরুল কায়েস। ভার্চুয়ালী যুক্ত থেকে অনুষ্ঠানের দিকনির্দেশনা প্রদান করেন তিনি। ব্যতিক্রমী এই আয়োজনে অংশ নেওয়ায়

সংশ্লিষ্ট আয়োজক, আমন্ত্রিত অতিথি ও দর্শনার্থীদের শুভেচ্ছা জানান ইমরুল কায়েস। বঙ্গবন্ধু ক্লাবের সভাপতি নাজমুল হুদার সভাপতিত্বে ও সাবেক ছাত্রনেতা মামুনুর রশীদ রাহাতের পরিচালনায় অনুষ্ঠানে আরো বক্তব্য রাখেন উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক হারুন অর রশীদ, সহ সভাপতি ময়েজ উদ্দিন তরফদার, সদস্য আব্দুল কুদ্দুস, উপজেলা যুবলীগের যুগ্ম আহ্বায়ক মঞ্জরুল হক রাসেল, ইউনিয়ন স্বেচ্ছাসেবক লীগের সভাপতি শরিফুল ইসলাম মাষ্টার, মৎস্যজীবী লীগের সভাপতি

রফিকুল ইসলাম ও যুবলীগের আহ্বায়ক মকবুল হোসেন প্রমুখ। পরে জাতীয় সংগীতের মাধ্যমে খেলা শুরু হয়। বঙ্গবন্ধু ক্লাব এবং জোরবাড়ীয়া স্পোর্টিং ক্লাবের অংশ গ্রহণে খেলায় বিজয়ী দল বঙ্গবন্ধু ক্লাবকে গ্র্যান্ড স্পন্সর আমেরিকা প্রবাসী ইমরুল কায়েসের সৌজন্যে চ্যাম্পিয়ন পুরস্কার ২৪ ইঞ্চি এলইডি টিভি প্রদান করেন অতিথিবৃন্দরা। এছাড়াও রানার্সআপ দল জোরবাড়ীয়া স্পোর্টিং ক্লাবকে পুরস্কার স্বরূপ আকর্ষণীয় মোবাইল সেট প্রদান করা হয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

scroll to top