সেলিম মাহবুব, ছাতকঃ ছাতকে মাংস ব্যবসায়ী আলম মিয়ার কাছ থেকে একলক্ষ টাকা জরিমানা আদায় করেছেন ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট, উপজেলা নির্বাহী কর্মকর্তা নুরের জামান চৌধুরী ও নির্বাহী ম্যাজিস্ট্রেট, সহকারী কমিশনার (ভুমি) ইসলাম উদ্দিন। মঙ্গলবার(২৮ ফেব্রুয়ারি) সকালে ছাতক পৌরসভার
নোয়ারাই বাজারে ভ্রাম্যমাণ আদালতের অভিযান পরিচালনা করে মাংস ব্যবসায়ী আলম মিয়ার কাছ থেকে জরিমানা আদায় করা হয়। আলম মিয়া পৌরসভার
মোগলপাড়া মহল্লার বাসিন্দা। অভিযানের সময় তার দোকানের মাংস জব্দ করে ১৪ হাজার টাকায় নিলামে বিক্রি করা হয়েছে। মাংস বিক্রির জন্য পৌরসভা কর্তৃক কোন বৈধ কাগজপত্র না থাকায় আলম মিয়াকে জরিমানা করা হয়েছে। এ ছাড়া ওজনে কম দেয়া এবং মৃত গরুর মাংস বিক্রি করার অভিযোগ রয়েছে তার বিরুদ্ধে।