না ফেরার দেশে চলে গেলেন বাংলাদেশ বেতার ও এমসিএসকে স্কুলের তরুণ মিউজিশিয়ান গীটারিস্ট আজম মোল্যা

 খানজাহান আলী থানা প্রতিনিধিঃ অল্প বয়েসে সঙ্গীত জগতের ভক্তদের কাদিয়ে না ফেরার দেশে চলে গেলেন বাংলাদেশ বেতার খুলনার চুক্তিভিত্তিক স্পেনিস গীটারিস্ট ও মিলিটারী কলেজিয়েট স্কুল (এসসিএসকে) খুলনার মিউজিক ও সঙ্গীত শিক্ষক শিল্পী আজম মোল্যা। তিনি মাত্র চল্লিশ(৪০) বছর বয়েসে বন্ধু, বান্ধন, সঙ্গীত জগতের ভক্ত এবং আপনজদের কাদিয়ে না ফেরার পথে পাড়ি দিয়েছেন(ইন্নানিল্লাহি .. রাজিউন। গতকাল ২৭ ফেব্রুয়ারী সোমবার সকালে তিনি হৃদযন্ত্রেরক্রিয়া বন্ধ হয়ে

শেষ নিশ্বাস ত্যাগ করেন। সঙ্গীত শিল্পী আজম মোল্যার অকালমৃত্যুতে ফুলবাড়ীগেটস্থ মীরেরডাঙ্গা মোল্যা বাড়ীসহ এলাকায় শোকের ছায়া নেমে আসে। আজমের মৃত্যুর খবরটি মুহুর্তের মধ্যে সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়লে শোভাকাংখিরা তার বাসভবনে ছুটে আসেন। বেতারের গীতকার, কষ্ঠশিল্পী ও খুলনা আর্টিস্ট ক্লাবের সভাপতি জহিরুল ইসলাম জানায়, বাংলাদেশ বেতারের চুক্তিভিত্তিক স্পেনিস গীটারিস্ট ছিল আজম। এছাড়াও তিনি খুলনা মিলিটারী কলেজিয়েট স্কুলের(এমসিএসকে)

সপ্তাহে দুইদিন মিউজিক ক্লাস নিতেন। গীটারিস্ট শিল্পী আজম সোমবার সকাল ৮টার পর বেতারের উদ্দেশ্যে আসার জন্য প্রস্তুতি নিচ্ছেল। হঠাৎ তিনি বুকে ব্যাথা অনুভব করে জ্ঞান হারিয়ে ফেলে। স্বজনরা তাকে দ্রুত পার্শবর্তি ক্লিনিক পরে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যায়। কর্তব্যরত ডাক্তার তার বিভিন্ন পরিক্ষা-নিরিক্ষা করে তাকে মৃত বলে ঘোষনা করেন। জহিরুল ইসলাম জানান, আজম রবিবার গোপালগঞ্জ বঙ্গবন্ধু বিশ্ববিদ্যালয়ে সর্বশেষ কালচারাল প্রোগ্রাম শেষ করে রাতে

বাসায় ফেরে। সকালে তার মৃত্যুর খবর শোনার সাথে সাথে আমিসহ সহকর্মীরা তার বাসভবনে ছুটে যাই। তাকে শেষ বারের মতো একনজর দেখার জন্য এবং শোক সন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানাতে ছুটে যান বাংলাদেশ বেতারের খুলনার আঞ্চলিক পরিচালক নিতাই কুমার ভট্রাচার্য, উপ-আঞ্চলিক পরিচালক মোমিনুর রহমান, সহকারী পরিচালক(মিউজিক) মামুনুর রশিদ, সাংগঠনিক সম্পাদক অশিক কুমার নীলমনি, স্থানীয় কাউন্সিলর মো. সাইফুল ইসলাম, তার স্কুলের শিক্ষক কবির আলম

খান সহ বাংলাদেশ বেতার, এমসিএসকে কলেজিয়েট স্কুলের উচ্চপদস্থ কর্মকর্তাগণ। খুলনার সঙ্গীত জগতের আগামীর ভবিষ্যৎ আজমের অকালমৃত্যুর খবর শুনে ছুটে আসে তার সঙ্গীত জগতের সহকর্মী, ভক্ত, শোভাকাংখি, এলাকাবাসী, বন্ধু-বান্ধব, বিভিন্ন রাজনৈতিক ও সামাজিক বিশিষ্ট ব্যক্তিবর্গসহ বিভিন্ন শ্রেনী পেশার মানুষ। স্বজনরা জানায়, আজম অল্প বয়েসে স্কুলে পড়াকালীন সময়ে পিতা আকরাম মোল্যাকে হারায়। তার মা তাদের এক ভাই, এক বোনকে নিয়ে সংসারের হাল ধরে। আজম

গভ.ল্যাবরেটরী হাই স্কুলের ১৯৯৭ ব্যাচের মেধাবী শিক্ষার্থী ছিল। স ঙ্গীতকে ভালোবেসে তিনি সঙ্গীত নিয়ে ব্যস্ত সময় পর করার কারনে বিবাহ বন্ধনে আবদ্ধ হতে পারিনি। ব্যক্তিজীবনে আজম অত্যান্ত ন¤্র,ভদ্র, সদালাপী, মিষ্টভাষী, উদারমনা এবং সর্বপরি সর্বমহলে একজন ভালোবাসারপাত্র ছিল। সোমবার আছরবাদ মীরেরডাঙ্গা

চৌধরীপাড়া আল আকশা জামে মসজিদ প্রাঙ্গনে জানাযা শেষে তাকে পারিবারিক কবরস্থানে দাফন করা হয়। জানাযায় বাংলাদেশ বেতার খুলনার উচ্চপদস্থ কর্মকর্তা, কর্মচারী, এমসিএসকে’র কর্মকর্তা, কর্মচারী, তার সহকর্মী, বন্ধু-বান্ধন, বিভিন্ন রাজনৈতিক ও সামাজিক ব্যক্তিবর্গসহ এলাকার সর্বস্থরের মানুষ উপস্থিত ছিল।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

scroll to top